সোমবার বিকাল চারটার দিকে অনশনরত শিক্ষার্থীরা সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করে। পৌনে পাঁচটার দিকে তারা সচিবালয়ের সামনে এসে পৌঁছায়। ছবি : হারুন-অর-রশীদএর আগে রবিবার সকাল সাড়ে আটটায় গণ-অনশন কর্মসূচি শুরু করেন তারা। সোমবারও অনশন কর্মসূচি চলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে। ছবি : হারুন-অর-রশীদতিন দফা দাবিতে গণ-অনশনের মধ্যে লিখিত অঙ্গীকার পাওয়ার আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীরা। ছবি : হারুন-অর-রশীদগণ–অনশনে বেশ কিছু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাদের কয়েকজনকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে সেবা দেওয়া হয়। ছবি : হারুন-অর-রশীদদাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে জানান অনশনরত শিক্ষার্থীরা। ছবি : হারুন-অর-রশীদসন্ধ্যাতেও সচিবালয়ের সামনের সড়কে অবস্থান করতে দেখা যায় শিক্ষার্থীদের। এতে সড়কে তৈরি হয় যানজট। ছবি : হারুন-অর-রশীদ