বাংলাদেশ নারী জাতীয় দলে ফিরেছেন পেসার জাহানারা আলম ও স্পিনার রুমানা আহমেদ। রোববার শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় নারী এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জাহানার প্রায় এক বছর ও রুমানা আগমেদ দেড় বছরের বেশি সময় পর জাতীয় দলে ফিরলেন।
৮টি দল নিয়ে আগামী ১৯ থেকে ২৮ জুলাই টি-টোয়েন্টি সংস্করণে শ্রীলঙ্কার ডাম্বুলায় হবে এবারের টুর্নামেন্ট। তার জন্য বেশ আগেভাগে দল দিয়েছে বিসিবি।
এবারের নারী ডিপিএলে বল হাতে দুর্দান্ত পারফর্ম করার পুরস্কার পেয়েছেন জাহানারা। ৯ ম্যাচে টুর্নামেন্ট সর্বোচ্চ ২৫ উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার। লেগ স্পিনার রুমানাও পারফরম্যান্স করেই ফিরেছেন। এবারের লিগে ৫ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন তিনি। পাশাপাশি ব্যাট হাতে ৬ ইনিংসে করেছেন ২৪১ রান। এতেই ভাগ্য খুলে গেল রুমানার।
সর্বশেষ ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দল থেকে বড় অংশের ক্রিকেটার বাদ পড়েছেন। এশিয়া কাপের দলে থাকতে হবে মাত্র ১৫ জনের। তাই সবশেষ ঘোষিত দল থেকে সোবহানা মোস্তারি, লতা মণ্ডল, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, দিশা বিশ্বাস, শারমিন আক্তার সুপ্তা, সাথি রানি, সালমা খাতুন, শামিমা সুলতানা, ফারজানা হক পিংকি এবং ফাহিমা খাতুনরা বাদ পড়েছেন।
বাংলাদেশ দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, জাহানারা আলম, রুমানা আহমেদ, রিতু মনি, মারুফা আক্তার, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন, রুবেয়া হায়দার ঝিলিক, শোরিফা খাতুন, ইসমা তানজিম ও সাবিকুন নাহার জেসমিন।
স্ট্যান্ডবাই : তাজ নেহার, ফাহিমা খাতুন, সোবহানা মোস্তারি ও পূজা চক্রবর্তী।