Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫
Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫

তারেকের দেশে ফিরতে কোনও বাধা নেই : জাহাঙ্গীর

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
[publishpress_authors_box]

আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার এলেও তারেক রহমানের দেশে ফেরার পরিবেশ এখনও তৈরি হয়নি বলে বিএনপির ভাষ্য; তবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বললেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আসার ক্ষেত্রে তাদের দিক থেকে কোনও বাধা নেই।

লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের আগের দিন বৃহস্পতিবার গাজীপুরে সাংবাদিকদের এক প্রশ্নে জাহাঙ্গীর একথা বলেন বলে বাসস জানিয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা গাজীপুর মহানগরের সালনা এলাকায় হাইওয়ে থানা পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে সাংবাদিকরা তাকে নানা বিষয়ে প্রশ্ন করেন।

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনারা খণ্ডিত রিপোর্ট করবেন না। আমরা যা বলি, সেটি পুরোপুরি তুলে ধরবেন। রিপোর্ট করার সময় খণ্ডিতভাবে কিছু উপস্থাপন করবেন না।

“কারণ খণ্ডিত রিপোর্ট পার্শ্ববর্তী কিছু দেশ তাদের স্বার্থে ব্যবহার করে এবং মিথ্যা প্রচার চালায়। এজন্য অনুরোধ করছি- রিপোর্ট করলে তা পুরোটা করবেন।”

তারেক রহমানের ফেরা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “তারেক রহমান ইচ্ছা করলে যে কোনও সময় দেশে ফিরতে পারেন। তার দেশে আসতে কোনও বাধা নেই। তিনি বাংলাদেশের নাগরিক। যখন মনে করবেন, তখনই দেশে ফিরবেন।”

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক প্রায় দুই দশক আগে জরুরি অবস্থার সময় গ্রেপ্তারের পর জামিনে ছাড়া পেয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে পাড়ি জমান।

তার অনুপস্থিতিতে আওয়ামী লীগ সরকার আমলে চারটি মামলায় তার কারাদণ্ডের রায় হয় আদালত থেকে। গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার সাজার রায়গুলো একে একে বাতিল হয়ে যায়।

এরপর খালেদা জিয়া চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গিয়ে ফেরার সময় তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানকে নিয়ে ফিরলেও তারেক ফেরেননি। বিএনপি নেতারা বলছেন, পরিবেশ তৈরি হলেই দেশে ফিরবেন তারেক রহমান।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে লন্ডন থেকেই দল চালাচ্ছেন তারেক। যুক্তরাজ্য সফরে যাওয়া ড. ইউনূসের সঙ্গে শুক্রবার লন্ডনে তার বৈঠকের কথা রয়েছে।

জাতীয় নির্বাচনের সময়সহ নানা বিষয়ে বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের টানাপড়েনের মধ্যে লন্ডনের এই বৈঠক ‘টার্নিং পয়েন্ট’ হবে এরই মধ্যে জানিয়ে রেখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ওই বৈঠক ঘিরে রাজনৈতিক অঙ্গনে কৌতূহলের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পেয়ে তারেক রহমানের ফেরাসহ নানা বিষয়ে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা।

ভারত সীমান্ত দিয়ে ‘পুশ ইন’ নিয়ে তিনি বলেন, “আমরা এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে লিখেছি। পররাষ্ট্র উপদেষ্টা ইতোমধ্যে গণমাধ্যমে এ বিষয়ে বক্তব্য দিয়েছেন।

“আমাদের কোনও বাংলাদেশি নাগরিক যদি সেখানে (ভারতে) থাকে, আমরা তাকে অবশ্যই গ্রহণ করব। তবে তা প্রপার চ্যানেলের মাধ্যমে হতে হবে। কিন্তু ভারতীয়রা তা অনুসরণ না করে জঙ্গলে, রাস্তায়, বিভিন্ন স্থানে অনুপ্রবেশ ঘটাচ্ছে, যা অমানবিক এবং মানবাধিকার লঙ্ঘনের শামিল। এ বিষয়ে আমরা ভারতীয় হাইকমিশনারকেও জানিয়েছি।”

কোভিড সংক্রমণ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এভাবে যাদের পুশইন করা হচ্ছে, তাদের মাধ্যমে করোনা সংক্রমণের ঝুঁকি থাকায় স্বাস্থ্যবিধি অনুযায়ী তাদের পরীক্ষা করা হচ্ছে।”

উপদেষ্টা কোভিড সংক্রমণ এড়াতে সাংবাদিকদের মধ্যে মাস্ক বিলি করেন। সালনা থানা থেকে তিনি গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৬৩ গাজীপুর ব্যাটালিয়নের প্রধান কার্যালয় পরিদর্শন করতে যান। পরে তিনি শ্রীপুর উপজেলায় কৃষি বিভাগের একটি প্রকল্প পরিদর্শন করেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত