Beta
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
Beta
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

টেন্ডুলকার-কোহলিকে ছাড়িয়ে গিল, জয়সওয়ালকে অনুরোধ লারার

অধিনায়ক হিসেবে পঞ্চম টেস্ট সেঞ্চুরি করেছেন গিল।
অধিনায়ক হিসেবে পঞ্চম টেস্ট সেঞ্চুরি করেছেন গিল।
[publishpress_authors_box]

নেতৃত্বটা বোঝা হয়নি শুবমান গিলের জন্য। অধিনায়ক হয়েই বরং রানের ফোয়ারা ছোটাচ্ছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিল্লি টেস্টের দ্বিতীয় দিন সেঞ্চুরি করেছেন ভারতীয় অধিনায়ক। অপরাজিত ১২৯ রানের ইনিংসে ভেঙেছেন শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলির একটি রেকর্ড।

টেস্টে এটা গিলের দশম সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে এ বছর করলেন পঞ্চম সেঞ্চুরি। এক পঞ্জিকাবর্ষে ভারতীয় অধিনায়ক হিসেবে এটাই সর্বোচ্চ সেঞ্চুরির কীর্তি। ২০১৭ ও ২০১৮ সালে সমান ৫টি সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। তবে কোহলির ৫ সেঞ্চুরি ছিল ১৮ ইনিংসে। সেখানে গিল করেছেন মাত্র ১২ ইনিংসে।

শচীন টেন্ডুলকার অধিনায়ক হিসেবে ১৯৯৭ সালে করেছিলেন ৪টি সেঞ্চুরি। গিল আজ পেছনে ফেললেন তাকেও। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সেঞ্চুরিতে এত দিন যুগ্ম ভাবে শীর্ষে ছিলেন গিল এবং রোহিত শর্মা। দুজনেরই এত দিন সেঞ্চুরির ছিল ৯টি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে গিলের সেঞ্চুরি এখন ১০টি।

৫ উইকেটে ৫১৮ রানে ইনিংস ঘোষণা করেছে ভারত। যশস্বী জয়সওয়াল ১৭৫, শুবমান হিল ১২৯*, সাই সুদর্শন ৮৭, ধ্রুব জুরেল ৪৪ ও নীতিশ কুমার রেড্ডি করেন ৪৩ রান। জোমেল ওয়ারিকান নেন ৩ উইকেট। জবাবে ৪ উইকেটে ১৪০ রানে দ্বিতীয় দিন শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ।

 আজ ২৪৮ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে তারা। ৫ উইকেট নেন কুলদীপ যাদব। এরপর দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৭৩ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। জন ক্যাম্পবেল ৮৭ আর শাই হোপ অপরাজিত আছেন ৬৬ রানে।

জয়সওয়ালের ১৫০‍+ রানের ইনিংস এখন ৫টি। বয়স ২৪ পূর্ণ হওয়ার আগে এতসংখ্যক দেড়শোর্ধ্ব রানের ইনিংস আছে শুধু দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথের। জয়সওয়ালের মাইলফলক নিয়ে একটি ভিডিও চিত্র বানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। সেখানেই ব্রায়ান লারা তাকে বলছিলেন, ‘‘আমাদের বোলারদের এত মেরো না!’’

ভিডিওতে দেখা যাচ্ছে লারাকে দেখে জয়সওয়াল জিজ্ঞাসা করেন, ‘‘কেমন আছেন স্যার?’’ লারা তাঁকে আলিঙ্গন করে বলেন, ‘‘আমাদের বোলারদের এত মেরো না!’’

মজার ছলে বলা কথাটার জবাবে জয়সওয়াল হাসতে হাসতে বলেন, ‘‘আমি শুধু চেষ্টা করছি।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত