Beta
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
Beta
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

আইপিএলের ভিন্ন দুনিয়ায় ঝড় তুললেন ‘নতুন ম্যাক্সওয়েল’

আইপিএল অভিষেকে মাতিয়েছেন ম্যাকগার্ক। ছবি : এক্স
আইপিএল অভিষেকে মাতিয়েছেন ম্যাকগার্ক। ছবি : এক্স
[publishpress_authors_box]

জেইক-ফ্রেজার-ম্যাকগার্ককে ডাকা হয় অস্ট্রেলিয়ার ক্রিকেটের নতুন ম্যাক্সওয়েল। এর কারণও আছে। ১৭ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেট ও লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেকে ভিক্টোরিয়ার হয়ে অভিষেকে করেছেন ফিফটি।

এবি ডি ভিলিয়ার্সের ৩১ বলে দ্রুততম লিস্ট ‘এ’ ক্রিকেটের সেঞ্চুরির রেকর্ড ভাঙেন গত বছর অক্টোবরে ২৯ বলে তিন অঙ্কে পা রেখে। ১০ বাউন্ডারি,১৩ ছক্কায় ৩৮ বলে ১২৫ করেছিলেন সেই ইনিংসে। বিগ ব্যাশে ২৫৭ রান করেন ১৫৮.৬৪ স্ট্রাইক রেটে। আইএল টি-টোয়েন্টিতে অভিষেকে ২৩ বলে ৭ ছক্কায় করেছিলেন ৫৫ ।

সেই জেইক-ফ্রেজার-ম্যাকগার্ক-এর আইপিএল অভিষেক হল ২২তম জন্মদিনের একদিন পর। অভিষেকে তার ফিফটিতেই লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। ৫ ছক্কায় ৩৫ বলে ৫৫ রানের ইনিংসে দিল্লির নায়ক তিনি।

লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৯ বলে সেঞ্চুরির রেকর্ডটা তার।

ম্যাচ শেষে আইপিএল অভিজ্ঞতা নিয়ে ম্যাকগার্ক জানালেন, ‘‘ক্রিকেটের দিক থেকে এটা পুরো ভিন্ন এক দুনিয়া। এরকম কিছু জীবনে আগে দেখিনি তবে অনেক শুনেছি। আট সপ্তাহ বা আরও বেশি সময় এখানে থাকতে পারছি, এটা বলতে পারাটাও দারুণ।’’

আইপিএলের নিলামে প্রথমে দল পাননি ফ্রেজার-ম্যাকগার্ক। ইনজুরিতে পড়া লুঙ্গি এনগিডির বদলি হিসেবে তাকে নেয় দিল্লি। সেই প্রতিদানই দিলেন অভিষেকে।

 তবে প্রধান কোচ রিকি পন্টিং ও ভারতীয় কিংবদন্তী সৌরভ গাঙ্গুলীর কাছ থেকে পাওয়া শিক্ষায় জানালেন, ‘‘খুব বেশি কিছু করার চেষ্টা করছি না। ভারসাম্য ঠিক রাখা, ব্যাটের মাঝখানে বল লাগানোর চেষ্টা করা, প্রতিটি বলেই ছক্কা মারার চেষ্টা না করা-এই তো। তবে পাওয়ার প্লের পরের ব্যাটিংটা এখনও শেখার চেষ্টা করছি। স্ট্রাইক রেট ও প্রান্ত বদলানো নিয়ে কাজ করছি।’’

অধিনায়ক ঋষভ পন্তও খুশি এরকম একজন তরুণকে পেয়ে, ‘‘মনে হচ্ছে আমাদের ৩ নম্বর ব্যাটিং পজিশনের সমাধান হবে ম্যাকগার্ক। আশা করছি ও এই ছন্দ ধরে রাখতে পারবে।’’

ছন্দ ধরে রাখলে আর নতুন ম্যাক্সওয়েল হিসেবে পরিচিত হতে হবে না। তখন সবাই এক নামেই চিনবেন জেইক-ফ্রেজার-ম্যাকগার্ককে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত