Beta
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫

জামায়াত নিষিদ্ধের প্রশ্নে এত দিন যা বলছিলেন আওয়ামী লীগ নেতা-মন্ত্রীরা

ফাইল ছবি
ফাইল ছবি
[publishpress_authors_box]

বাংলাদেশের স্বাধীনতাবিরোধী দল জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বহু দিনের। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গত শতকের নব্বইয়ের দশকে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে আন্দোলনের সময় দাবিটি জোরাল হয়ে উঠেছিল। এরপর ২০১৩ সালে গণজাগরণের সময় আবার এই দাবি ওঠে জোরেশোরে।

তারও এক দশক পরে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে ব্যাপক সহিংসতার পর জামায়াতকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ সরকার। গত সোমবার ১৪ দলের বৈঠকে এই বিষয়ে মতৈক্য হওয়ার পর এখন সিদ্ধান্ত কার্যকরের অপেক্ষা।

তবে শাহবাগ আন্দোলন থেকে দাবি ওঠার পর গত ১০ বছরে এই দলটি নিষিদ্ধের প্রশ্নে নানা সময়ে নানা ধরনের বক্তব্য এসেছিল টানা দেড় দশক ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের নেতা ও মন্ত্রীরা।

২৪ মার্চ, ২০১৪

জামায়াত নিষিদ্ধে পদক্ষেপ আপিল নিষ্পত্তির পর : আনিসুল হক

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ল রিপোর্টার্স ফোরামের আয়োজিত ‘মিট দ্য প্রেস অনুষ্ঠানে’ একথা বলেছিলেন আনিসুল হক।

রাজনৈতিক দল হিসাবে জামায়াতের নিবন্ধন বাতিল করে হাইকোর্ট রায় দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে আপিল নিষ্পত্তির পর জামায়াত নিষিদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি।

সরকার নির্বাহী আদেশে না করে আদালতের ওপর ভর করছে কি না- সেই প্রশ্নের জবাবে আনিসুল হক বলেছিলেন “এটা আদালতের ঘাড়ে চাপানো হচ্ছে না। আদালতে বিষয়টা ইতোমধ্যে আছে। যেহেতু বিষয়টি আদালতে আছে, সেই জন্য আমরা এখন কোনো পদক্ষেপ নিচ্ছি না। আমরা আদালতকে এমন কোনও সিগনাল দিতে চাই না যে আপনারা করার আগেই আমরা কোনো কিছু করে ফেলব বা আপনারা কিছু করার আগে আমরা কিছু করব না। আদালতে জামায়াতের নিবন্ধন নিয়ে যে মামলাটা রয়েছে, সেটা আগে শেষ হোক; তারপর আমাদের পদক্ষেপ আমরা নেবই।”

সূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

৭ ফেব্রুয়ারি, ২০১৯

জামায়াত নিষিদ্ধে রায় পর্যন্ত অপেক্ষা : প্রধানমন্ত্রী

জাতীয় সংসদে তরীকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভাণ্ডারীর এক প্রশ্নে একথা বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাইজভাণ্ডারীদের আবেদনেই জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছিল।

শেখ হাসিনা বলেছিলেন, “জামায়াতে ইসলামীকে এ দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। তাদের নিষিদ্ধ করার জন্য আদালতে একটি মামলা রয়েছে। সেই মামলার রায় যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ আমরা কোনও কিছু করতে পারব না”

সূত্র : প্রথম আলো অনলাইন

১০ জানুয়ারি, ২০১৯

জামায়াতের বিচারে আইন সংশোধন হচ্ছে : আনিসুল হক

দ্বিতীয় মেয়াদে আইনমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেছিলেন আনিসুল হক।

তিনি বলেছিলেন, যুদ্ধাপরাধী দল হিসাবে জামায়াতের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন সংশোধনের উদ্যোগ নিচ্ছে আইন মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে এই আইনের খসড়াটি আবার মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে, যাতে এটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়।

সূত্র : প্রথম আলো অনলাইন

১১ ফেব্রুয়ারি, ২০১৯

জামায়াতের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা : আনিসুল হক

জাতীয় সংসদে সরকারি দলের তৎকালীন সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের এক প্রশ্নের জবাবে একথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেছিলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে একাধিক মামলার রায়ে আদালত জামায়াত দল হিসাবে যুদ্ধাপরাধে জড়িত বলে উল্লেখ করেছেন। দল হিসেবে জামায়াতে ইসলামীর বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী তৈরি করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছিল। প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য আবারও ওই সংশোধনী মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টি নিষ্পত্তি করা হবে।

সূত্র : প্রথম আলো

২৭ অক্টোবর, ২০২২

জামায়াতের বিচারে কিছুদিনের মধ্যে আইন পাস হবে : আনিসুল হক

ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে একথা বলেছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেছিলেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর বিচারে আইন সংশোধনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। কিছুদিনের মধ্যে এই আইন পাস করা হবে। তারপর বিচার কার্যক্রম শুরু হবে।

সূত্র : প্রথম আলো অনলাইন

১২ জানুয়ারি, ২০২৩

জামায়াত নিষিদ্ধের বিষয়টি আদালতের : ওবায়দুল কাদের

সড়ক পরিবহন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় একথা বলেছিলেন মন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জামায়াত নিষিদ্ধ নিয়ে দলীয় অবস্থান তুলে ধরতে গিয়ে তিনি বলেছিলেন, “জামায়াত নিষিদ্ধের বিষয়টি আদালতের। এবিষয়ে আমরা সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নেইনি। আদালতের বিষয়ে দলীয় ভূমিকা যুক্তিসঙ্গত হবে না।”

সূত্র : আরটিভি নিউজ

১১ জুন, ২০২৩

রায় না হওয়া পর্যন্ত জামায়াতকে দোষী বলা যাবে না : আনিসুল হক

দীর্ঘ দিন পর ঢাকায় জামায়াতের অবাধে মিছিল-সমাবেশ করা নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ল’ রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে একথা বলেছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।

এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন- “আপনারা একদিকে জামায়াতে ইসলামীকে দল হিসেবে নিষিদ্ধ করতে আইন সংশোধন করছেন। আরেক দিকে দলটিকে ১০ বছর পর সমাবেশ করতে মাঠে নামার সুযোগ করে দিয়েছেন। এটা সাংঘর্ষিক কি না?”

জবাবে আইনমন্ত্রী বলেছিলেন, “চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত জামায়াতকে দোষী বলা যাবে না। বিচার করার পর যতক্ষণ পর্যন্ত রায় না হয়, দোষী সাব্যস্ত না হয়, ততক্ষণ পর্যন্ত আপনি বলতে পারবেন না যে জামায়াত নিষিদ্ধ।”

সূত্র : প্রথম আলো অনলাইন

১১ জুন, ২০২৩

জামায়াত নিষিদ্ধ নয়, তাই অনুমতি : হাছান মাহমুদ

দীর্ঘ দিন পর ঢাকায় জামায়াতের অবাধে মিছিল-সমাবেশ করা নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে একথা বলেছিলেন তৎকালীন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

তিনি বলেছিলেন, “জামায়াত এখনো যেহেতু নিষিদ্ধ হয়নি, রাজনৈতিক দল হিসেবে আবেদন করেছে, সে জন্য তাদেরকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।”

 সূত্র : প্রথম আলো অনলাইন

২৫ অক্টোবর, ২০২৩

নিয়ম মেনে জামায়াতও সভা করতে পারে : আসাদুজ্জামান কামাল

সমাবেশ করতে জামায়াতের অনুমতি চাওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে সচিবালয়ে একথা বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

জামায়াতকে তখন পর্যন্ত অনুমতি দেওয়া হয়নি জানিয়েই তিনি বলেছিলেন, “দেশের নিয়ম-কানুন মেনে যে কেউ কথা বলতে পারে।”

সূত্র : আজকের পত্রিকা অনলাইন

২৯ জুলাই, ২০২৪

জামায়াত নিষিদ্ধের পক্ষে ১৪ দল : ওবায়দুল কাদের

গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, “জামায়াত-শিবির নিষিদ্ধে একমত হয়েছেন ১৪ দলের নেতারা।”

সূত্র : সকাল সন্ধ্যা

হাইকোর্টের রায়ে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল হওয়ায় দলটি নির্বাচনে দলীয়ভাবে অংশ নিতে পারছে না। তবে রাজনৈতিক দল হিসাবে তৎপরতা চালাতে বাধা নেই। একাত্তরের যুদ্ধাপরাধের জন্য দল হিসাবে জামায়াতের বিচারে আইন সংশোধন এখনও হয়নি। ফলে নির্বাহী আদেশে জামায়াত নিষিদ্ধ হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত