কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ঢাল হিসেবে রেখে জামায়াত-শিবির নেতৃত্বে রয়েছে বলে অভিযোগ তুলেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী।
বুধবার বিকালে নগরীর মুরাদপুর মোড়ে এক প্রতিবাদ সমাবেশে তিনি এই অভিযোগ তোলেন। চট্টগ্রামের মহানগর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামায়াত-শিবির ছাত্রলীগের ওপর হামলা চালিয়েছে অভিযোগ করে মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, “সাধারণ ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে জামায়াত-শিবির ও ছাত্রদল ১৯৭১ সালের মতো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে। কোনও অশুভ শক্তি বাংলার মানুষের সঙ্গে লড়াই করে কখনও পারেনি। এবারও তারা পারবে না।
“সাধারণ ছাত্র সমাজ নিরীহ। এরা উশৃঙ্খল নয়। এদের ব্যবহার করে জামায়াত-শিবিরের নেতৃত্বেই কোটাবিরোধী আন্দোলন থেকে ছাত্রলীগের ওপর হামলা করেছে। শিবিরের সন্ত্রাসীরা আমাদের ছাত্রলীগের ভাইদের ছয়তলা ভবনের ছাদ থেকে ফেলে দিয়েছে, হাত ও পায়ের রগ কেটে দিয়েছে এবং মাথার গিলু বের করে দিয়েছে। এদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।”
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. ইউনুছ বলেন, “আমরা মুক্তিযোদ্ধারা এখনও বেঁচে আছি। রাজাকারের বাচ্চাদের কাছ থেকে ১৯৭১ সালে রক্ত দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। একটি পতাকা পেয়েছি। তাদের সন্তানরা আজ সে রক্তাক্ত পতাকাকে খামচে ধরেছে।’
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন তার বক্তব্যে বলেন, “কোটা সংস্কার আন্দোলনের কথা বলে জামায়াত-বিএনপি আমাদের কয়েকজন নিরীহ কর্মীকে হত্যা করেছে। আমাদের নেতাকর্মীরা আত্মাহুতি দিয়েছেন।
“বিএনপি-জামায়াত আন্দোলনে পরাজিত হয়ে শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে গতকাল সহিংসতা চালিয়েছে। আমরা সবাই এক অভিন্ন ও ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনায় জীবন উৎসর্গ করে এই পরিস্থিতি মোকাবিলা করব।”
চট্টগ্রাম-৮ (চান্দগাঁও ও বোয়ালখালী) আসনের সংসদ সদস্য আবদুচ ছালাম বলেন, “রাষ্ট্রের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। ১৯৭১ সালে আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করেছি, সেভাবে আমরা এ স্বাধীন বাংলাদেশকে জামায়াত-শিবির মুক্ত করব।”
নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চসিক মেয়র রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে ও নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক আজিজের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের নগর সহ-সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সাবেক যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবু, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ কমিটির সদস্য নুরুল আজিম রনি ও নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর।