Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

কোটা আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে জামাল ভূঁইয়ার ভিডিও

বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ছবি: সংগৃহীত
বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ছবি: সংগৃহীত
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল পুরো বাংলাদেশ। সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলন ছড়িয়ে পড়েছে দেশের বাইরেও। তার আঁচ পড়েছে ক্রীড়াঙ্গনেও।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে ক্রীড়াঙ্গনের অনেক খেলোয়াড়ই কোটা আন্দোলনকারীদের সমর্থন জানিয়েছেন।

এবার সেই তালিকায় যোগ দিলেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে সমর্থন জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তা দিয়েছেন এই মিডফিল্ডার।

বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ছবি: সংগৃহীত

এর পাশাপাশি জামাল ভূঁইয়া আহ্বান করেছেন যেন দেশের সম্পদের কেউ ক্ষতি না করে। ভিডিও বার্তায় তিনি বলেছেন, “আসসালামু আলাইকুম সবাইকে। আমি চাই একটা ঐক্যের বাংলাদেশ। নৃশংসতা কোনও কিছুর জবাব হতে পারে না। নৃশংসতা কোনও কিছুর জন্যই ভালো না। নৃশংসতা আরও বেশি নৃশংসতায় বাড়ায়। উত্তর হতে পারে যারা এর সঙ্গে যুক্ত তারা এক সঙ্গে আসুন এবং আলোচনা করুন। চলমান আন্দোলন নিয়ে সম্ভাব্য সমাধান কিভাবে হতে পারে সেটা একবার ভাবুন। আমি কিন্তু এ ব্যাপারে বিশেষজ্ঞ নই। তবে এটা বলতে পারি নৃশংসতা কখনও মঙ্গল বয়ে আনে না।  এখানে সবার পরিবার স্বজন আছে। হতে পারে আপনার খুব কাছের কেউ আঘাত পেয়েছে বা আহত হয়েছে। এটা খুব যন্ত্রণাদায়ক বিষয়। তাই আমাদের এক সঙ্গে আলোচনা করতে হবে। কারণ আলোচনা লড়াইয়ের চেয়ে অনেক ভালো। এবং চলমান এই সমস্যা সমাধান করুন। ইনশাল্লাহ (সব ঠিক) হয়ে যাবে। নৃশংসতা বন্ধ করুন। আল্লাহ হাফেজ।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত