Beta
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
Beta
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে নেই জামাল ভূঁইয়া

বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়াকে একাদশে রাখেননি কোচ। ছবি: সংগৃহীত।
বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়াকে একাদশে রাখেননি কোচ। ছবি: সংগৃহীত।
[publishpress_authors_box]

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগে বৃহস্পতিবার বিকেল ৪টা ৪৫ মিনিটে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়াকে একাদশে রাখেননি কোচ হাভিয়ের কাবরেরা।

এই ম্যাচ দিয়ে চোট কাটিয়ে ফিরছেন তারিক কাজী ও শেখ মোরসালিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন সেন্টার ব্যাক তপু বর্মণ, তারিক কাজী ও মেহেদি হাসানকে নিয়ে খেলবে বাংলাদেশ। গোল পোস্ট সামলাবেন মিতুল মারমা। এই ম্যাচে অধিনায়কের আর্ম ব্যান্ড থাকবে তপু বর্মণের হাতে।

জামালকে ছাড়াই একাদশ সাজিয়েছেন কোচ।

এর আগেও একবার জামাল একাদশ থেকে বাদ পড়েছিলেন। ২০২৩ সালের মার্চে সিশেলসের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে একাদশে ছিলেন না তিনি।

বাংলাদেশের বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই অভিযান শুরু হয়েছিল গত বছর ১৬ নভেম্বর। প্রথম ম্যাচটি বাংলাদেশ খেলেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেই ম্যাচটি জামাল ভূঁইয়ারা খেলেছিলেন অস্ট্রেলিয়াতে গিয়ে। সেখানে বাংলাদেশ হেরেছিল ৭-০ গোলে। দ্রুতই গোল খেয়ে ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল প্রথমার্ধেই।

তবে এই ম্যাচে দ্রুত গোল হজম করতে চায় না বাংলাদেশ। বুধবার সংবাদ সম্মেলনে এসে এমনটাই বলেছেন কোচ।

চোট কাটিয়ে ফিরছেন তারিক কাজী। কিন্তু বেঞ্চে বসবেন জামাল ভূঁইয়া। ছবি: সংগৃহীত।

অস্ট্রেলিয়া দলেও অনেক পরিবর্তন থাকার আভাস দিয়েছেন কোচ গ্রাহাম আরনল্ড। এই ম্যাচ দিয়ে অভিষেক হতে পারে বায়ার্ন মিউনিখে খেলা তরুণ উইঙ্গার নেসতরি ইরাকুন্ডার।

অস্ট্রেলিয়ার দলটি থাইল্যান্ড হয়ে এবার ঢাকায় এসেছে। মঙ্গলবার কোনও অনুশীলন করে না তারা। বুধবার কিংস অ্যারিনার ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন করেছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত