Beta
রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪

জামদানিতে উৎসুক চোখ

জামদানি যেন শুধু একটা শাড়ি নয়, এটা বাঙালি নারীর জন্য আভিজাত্যের প্রতীকও। ছবি : সকাল সন্ধ্যা
জাতীয় জাদুঘরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের উদ্যোগে পাঁচ দিনব্যাপী মেলায় নানা ধরনের জামদানি নিয়ে এসেছেন বিক্রেতারা। ছবি : সকাল সন্ধ্যা
মেলায় পাবেন বিভিন্ন রঙের, কাজের ও দামের জামদানি। মূলত নকশা এবং শাড়ি বুননের সময়ের ওপর নির্ভর করে এ শাড়ির দাম। ছবি : সকাল সন্ধ্যা
হাতে ধরে নানা নকশার মধ্যে থেকে পছন্দের জামদানি বেছে নিচ্ছেন মেলায় আগতরা। ছবি : সকাল সন্ধ্যা
দর্শনার্থীদের জন্য মেলায় আছে জামদানি তাঁত দেখার সুযোগও। দেখতে পাবেন কীভাবে নকশা ফুটিয়ে তোলা হয় এসব শাড়িতে। ছবি : সকাল সন্ধ্যা
ঢাকার শাহবাগে এ মেলা চলবে ৩ এপ্রিল পর্যন্ত। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে মেলার দ্বার। ছবি : সকাল সন্ধ্যা

আরও পড়ুন

Add New Playlist