Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

সিরাজগঞ্জের সাবেক এমপি হেনরী মৌলভীবাজারে গ্রেপ্তার

jannat ara henri2
Picture of আঞ্চলিক প্রতিবেদক, সিলেট

আঞ্চলিক প্রতিবেদক, সিলেট

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. লাবু তালুকদারকে মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, সিরাজগঞ্জ সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার দুপুরে মৌলভীবাজার শহরতলীর সোনাপুর এলাকার মো. দেলোয়ার হোসেন বাচ্চুর বাসা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৯ এর একটি দল।

সংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে হেনরী ও তার স্বামী লাবু তালুকদার মৌলভীবাজারের এক বাড়িতে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদে সোমবার দুপুরে শহরতলীর সোনাপুর এলাকার ওই বাড়িতে অভিযান চালায় র‌্যাব। সেখান থেকেই স্বামীসহ হেনরীকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মশিউর রহমান জানিয়েছেন, গত ৪ আগস্ট সিরাজগঞ্জ সদর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত