এবারের এফসি এশিয়ান কাপের অন্যতম ফেভারিট জাপান। দাপটে কোয়ার্টার ফাইনালেও পৌঁছেছে তারা। ইরানের বিপক্ষে সেই ম্যাচের আগে জাপানি ফুটবলার জুনিয়া ইতোর বিরুদ্ধে উঠেছে যৌন হয়রানির অভিযোগ।
ফ্রান্সের ক্লাব রিমে খেলা এই ফুটবলারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন দুই নারী। জাপানের স্থানীয় গণমাধ্যমে রিপোর্টও প্রকাশিত হয়েছে এ নিয়ে।
ঘটনাটা ঘটেছিল গত বছরের জুনে ওসাকায় জাপান-পেরু প্রীতি ম্যাচের পরে। তবে স্থানীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর অভিযোগ অস্বীকার করেছেন ইতো। তার আইনজীবী কিয়োদো বলেছেন ‘এটা সম্পূর্ণ ভিত্তিহীন । ইতো দুই নারীর সঙ্গে সময় কাটালেও যৌন হয়রানির অভিযোগ সত্য হওয়ার মতো শারীরিক সম্পর্কের প্রমাণ নেই।’’
পুলিশের এক মুখপাত্র এএফপিকে এই অভিযোগ নিয়ে জানিয়েছেন, ‘‘আমরা তাঁর বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ পেয়েছি। তদন্তও শুরু হয়েছে এ নিয়ে।’’
২০১৭ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ইতোর। জাপানের হয়ে ৫৪ ম্যাচ গোল করেছেন ১৩টি। এশিয়ান কাপে গ্রুপ পর্বের তিন ম্যাচে ইতো খেললেও শেষ ষোলয় বাহরাইনের বিপক্ষে তাকে নামাননি কোচ হাজিমে মরিয়াসু।
ইতোর বিরুদ্ধে অভিযোগ নিয়ে মারিয়াসু এএফপিকে জানিয়েছেন, ‘‘আমি ব্যাপারটা পুরোপুরি জানি না। আগে এটা জানতে হবে।’’