Beta
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

বুমরার বিশ্বরেকর্ড, হার্দিকের ‘বিশ্বশাসন’

bum
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

জাসপ্রিত বুমরাই ওপেন করেন বোলিংয়ে। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওভারটা করেছিলেন অর্শদীপ সিং, যা দেখে ধারাভাষ্যে বিস্ময় জানাচ্ছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং। তবে ষষ্ঠ ওভারে বল পেয়ে বুমরা শুরুটা করেন মেডেন দিয়ে। ৩ ওভারে মাত্র ৬ রানে ২ উইকেট নিয়ে জিতেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও।

বুমরা করেছেন বিশ্বরেকর্ডও। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বোলারদের মধ্যে টি-টোয়েন্টিতে বুমরার মেডেন এখন সবচেয়ে বেশি ১১টি। আগের ১০ মেডেনের রেকর্ডটা ছিল ভারতেরই ভূবনেশ্বর কুমারের।

ম্যাচ শেষে নিজের অর্জন নিয়ে বুমরার সন্তুষ্টি, ‘‘যখন এখানে আসবেন আর দেখবেন বলের বাউন্স আর গতি, তখন কখনও অভিযোগ করব না। আপনাকে সব ধরনের কন্ডিশনে বল করার জন্য তৈরি থাকতে হবে। তাই ভীষণ খুশি আমি।’’

বুমরার পারফরম্যান্সে খুশি ভারতীয় সাবেক পেসার ইরফান পাঠানও, ‘‘এই বুমরাকেই আমরা মিস করেছি গত বিশ্বকাপে।’’

আইপিএলে ছন্দে না থাকায় প্রশ্ন উঠেছিল হার্দিকের বিশ্বকাপ দলে থাকা নিয়ে। ৩ উইকেট নিয়ে নিজের কার্যকারিতা ঠিকই প্রমাণ করেছেন তিনি। ইনিংস বিরতিতে গ্যালারির ভরা দর্শক দেখে তিনি বললেন, ‘‘আমরা ভারতীয়রা বিশ্বের সব জায়গায় রয়েছি। আমরা বিশ্বকে শাসন করি। তাই এই মাঠেও দর্শকদের দেখে খুব ভাল লাগছে।’’

নিজের ৩ উইকেট পাওয়া নিয়ে জানালেন, ‘‘প্রথম উইকেটটা সবচেয়ে ভাল লেগেছে। আমি সাধারণত বোল্ড করি না খুব একটা। খাটো লেংথে বল করেই অভ্যস্ত, তবে আজ ফুল লেংথে বল করতেই হত। এ ধরনের পিচে নিয়ন্ত্রিত বোলিং খুবই দরকার। দেশের হয়ে খেলতে সব সময় ভাল লাগে। আমি গর্বের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করি।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত