চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে শুরু হয়েছে ডামাডোল। সোমবার শুরু হওয়ার কথা ছিল ১০০ দিনের ক্ষণগণনা, প্রকাশিত হতো সূচি। অথচ দুটি আয়োজনই স্থগিত করেছে আইসিসি। কারণ ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই জানিয়ে দিয়েছে, চ্যাম্পিয়নস ট্রফি খেলতে তারা পাকিস্তানে দল পাঠাবে না।
এটাই মানতে পারছে না পিসিবি। কারণ আট দলের এই টুর্নামেন্টে ভারত ছাড়া অন্যদের খেলতে আপত্তি নেই কোনো। এর আগে ভারতের অনীহায় এশিয়া কাপ হাইব্রিড মডেলে আয়োজন করেছিল পাকিস্তান। ভারতের খেলাগুলো রাখা হয়েছিল শ্রীলঙ্কায়। একই মডেলে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচগুলোও ভারত খেলতে চায় আরব আমিরাতের দুবাইয়ে। রাজনৈতিক কারণেই এমন সিদ্ধান্ত তাদের।
এশিয়া কাপে ছাড় দিলেও কোনোভাবে চ্যাম্পিয়নস ট্রফি হাইব্রিড মডেলে আয়োজন করবে না পিসিবি। পাকিস্তানি মিডিয়ার দাবি, প্রয়োজনে ভারতকে ছাড়াই তারা করতে চায় এই টুর্নামেন্ট। পাশাপাশি বয়কটও করবে ভারতকে। এক্সপ্রেস ট্রিবিউন সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, ভারতের সঙ্গে বিশ্বকাপসহ কোন টুর্নামেন্টেই খেলবে না পাকিস্তান, যতক্ষণ না রোহিত শর্মারা ভারতে এসে খেলবেন।
ভারতকে ছাড়া চ্যাম্পিয়নস ট্রফি করলে বা তাদের সঙ্গে না খেললে আর্থিক ক্ষতিতে পড়বে পাকিস্তান। এ নিয়ে মোটেও উদ্বিগ্ন নন সাবেক অধিনায়ক ও কোচ জাভেদ মিয়াঁদাদ। ‘ইন্ডিয়া টুডে’তে দেওয়া সাক্ষাৎকারে তিনি উল্টো তোপ দাগলেন আইসিসিকে, ‘‘যা চলছে, সেটা তামাশা। আমরা যদি ভারতের সঙ্গে নাও খেলি, পাকিস্তানের ক্রিকেট শুধু টিকে থাকবে না, উন্নতিও করবে। আগেও দেখা গেছে এটা। ভারত-পাকিস্তান ম্যাচ ছাড়া আইসিসি ইভেন্টে কীভাবে আয় হয় সেটাই দেখতে চাই আমি।’’
ভারতীয় দল পাকিস্তানে সর্বশেষ খেলেছে ২০০৮ সালে। দুই দলের সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ ভারতের মাটিতে হয়েছে ২০১২-১৩ মৌসুমে। এরপর থেকে আইসিসি ও এসিসির টুর্নামেন্ট ছাড়া মুখোমুখি হয়নি তারা। তবে এবার ভারতীয় দল পাকিস্তানে না এলে জল গড়াতে পারে অনেক দূর।
পাকিস্তানি মিডিয়ার দাবি সেক্ষেত্রে ‘ভারত বয়কট’-এর ডাক দিবে পাকিস্তান। এটা শুধু ক্রিকেটে নয় ক্রীড়াঙ্গনের অন্যান্য ক্ষেত্রেত্ও। যেমন ‘সামা টিভি’ জানিয়েছে, ‘‘ভারত সরকার গত মাসে ২০৩৬ অলিম্পিক আয়োজনের আগ্রহ জানিয়ে আইওসিতে যে চিঠি পাঠিয়েছে, পাকিস্তান এর বিরোধিতা করবে।’’
এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডকে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে নিবে পিসিবি! সবমিলিয়েই প্রশ্ন, চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে আসলে হচ্ছেটা কী?