Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

ক্রিকেটের শীর্ষ চেয়ারে ভারতের জয় শাহ

আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহ। ছবি: টুইটার
আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহ। ছবি: টুইটার
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

আইসিসির নতুন চেয়ারম্যান কে হচ্ছেন, সেটা একরকম নিশ্চিতই ছিল। অপেক্ষা ছিল আনুষ্ঠানিক ঘোষণার। সেটাও চলে এলো মঙ্গলবার (২৭ আগস্ট)। আইসিসির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হলো জয় শাহর নাম। মাত্র ৩৫ বছর বয়সে ক্রিকেটের শীর্ষ চেয়ারে বসলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) এই সচিব।

সবচেয়ে কম বয়সী হিসেবে আইসিসি প্রধান হলেন জয় শাহ। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা।

পঞ্চম ভারতীয় হিসেবে আইসিসির শীর্ষ পদে বসছেন জয় শাহ। তার আগে ক্রিকেটের শীর্ষ চেয়ারে বসেছেন চার ভারতীয়- জগমোহন ডালমিয়া, শারদ পাওয়ার, এন শ্রীনিবাসন ও শশাঙ্ক মনোহর।

২৭ আগস্ট ছিল চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। কিন্তু ডেডলাইনের মধ্যে আর কেউ আগ্রহ দেখায়নি। ফলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আইসিসি প্রধান হলেন জয় শাহ।

ক্রিকেটের সর্বোচ্চ পদে বসার সুযোগ পেয়ে ভীষণ আনন্দিত জয় শাহ, “ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়ে আমি আনন্দিত। আমি ক্রিকেটকে আরও বিশ্বায়ন করতে আইসিসি দল ও আমাদের সদস্য দেশগুলির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য ক্রিকেটকে আগের চেয়ে আরও বেশি অন্তর্ভূক্তিমূলক এবং জনপ্রিয় করা।”

আইসিসি চেয়ারম্যান হওয়ায় বিসিসিআইয়ের সচিব পদে আর থাকছেন না জয় শাহ। এখন প্রশ্ন উঠেছে, তাহলে ভারতীয় ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ এই পদে কে বসছেন?

ভারতীয় মিডিয়ায় কয়েকজনের নাম শোনা যাচ্ছে। জয় শাহর উত্তরসূরি হওয়ার দৌড়ে রয়েছেন বিসিসিআই সহ-সভাপতি রাজিব শুক্লা, বিসিসিআই কোষাধ্যক্ষ আশিষ শেলার ও আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত