Beta
মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

পোশাকে বৈষম্যবিরোধী আন্দোলনের ‘বাংলাদেশ ২.০’ তুলে ধরলেন জেসিয়া

জেসিয়া ইসলাম, মডেল, মডেল জেসিয়া ইসলাম, জেসিয়া
জেসিয়া ইসলামের ছবি তার সোশাল মিডিয়া হ্যান্ডেল থেকে নেয়া
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

[publishpress_authors_box]

থাইল্যান্ডে মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালের মঞ্চে সোনালি-হলুদ গাউনে গেল সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনকে তুলে আনলেন জেসিয়া ইসলাম।

২৫ অক্টোবরের ফিনালেতে বিজয়ী হিসেবে ভারতের মডেল র‌্যাচেল গুপ্তাকে ঘোষণা করা হয়। বিজয়ীদের তালিকায় না থাকতে পারলেও টপ ২০ তে ছিলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খ্যাত জেসিয়া।

জেসিয়া ইসলাম, মডেল, মডেল জেসিয়া ইসলাম, জেসিয়া
ছবি জেসিয়া ইসলামের সোশাল মিডিয়া হ্যান্ডেল থেকে নেয়া।

ছাত্র ও গণ আন্দোলনের ফলে সরকার পতনের পর আন্তর্জাতিকভাবে আলোচনায় আসে বাংলাদেশ। আলোচিত এই ছাত্র আন্দোলনকেই প্রতিযোগিতার মঞ্চে উপস্থাপন করেছেন আলোচিত-সমালোচিত মডেল জেসিয়া।

ছাত্র-জনতার জুলাই আন্দোলনের হ্যাশট্যাগ গুলো কাপড়ে ছাপিয়ে পোশাক তৈরি করেছেন জেসিয়া।
‘#কোটাআন্দোলন’, ‘#মুক্তি’, ‘#ছাত্রজনতা’, ‘#মুক্তবাংলা’, ‘#শান্তি’, ‘#save_Bangladeshi_students’, ‘#freedom’, ‘#কোটাবাতিল’, ‘#সমানঅধিকার’, ‘#peace’, ‘#Victory’, ‘#Bangladeshi_student_movement’, ‘#কোটাবাতিল’, ‘#বিচার_চাই’ –এরকম হ্যাশট্যাগ গুলো কালো রঙে ছাপা হয় সোনালি-হলুদ রঙের গাউনে।

সোনালী পাড় এবং কমলা রঙের আঁচলে সাজানো হয়েছে শাড়ির মতো করে বানানো গাউনটি।

দেশের নতুন সূচনার শুভ সকালকে কেন্দ্র করতে পিঠে একটি সোনালি জরির সূর্য এঁটে পোশাককে পূর্ণতা দেন জেসিয়া। সঙ্গে হার, ঝুমকা, টায়রা, কোমরবন্ধনীসহ ভারি গয়না আর হাত ভর্তি চুরিতে সেজেছিলেন তিনি।

ইনস্টাগ্রামে ওই পোশাকের ছবি শেয়ার করেছেন জেসিয়া। ক্যাপশনে লিখেছেন, ‘সোনার বাংলাদেশ, যে হ্যাশট্যাগগুলো আমরা ব্যবহার করেছিলাম সেগুলো আমরা ভুলব না।‘

এই প্রতিযোগিতায় শীর্ষ ৭০ জনের মধ্যে থাকলেও ফাইনাল রাউন্ডে জায়গা করতে পারেননি জেসিয়া। ২৫ অক্টোবর অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালের মুকুট জিতেছেন ভারতের র‍্যাচেল গুপ্তা।

জেসিয়া ইসলাম, মডেল, মডেল জেসিয়া ইসলাম, জেসিয়া
ছবি জেসিয়া ইসলামের সোশাল মিডিয়া হ্যান্ডেল থেকে নেয়া

এবারই প্রথম কোনো ভারতীয় এই প্রতিযোগিতায় সেরা হলেন। প্রথম রানারআপ হয়েছেন ফিলিপাইনের ক্রিস্টিয়ান জুলিয়ান ওপাইজা। দ্বিতীয় রানারআপ হয়েছেন মিয়ানমারের থা সু নিয়ে।

২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন আলোচিত মডেল ও অভিনেত্রী জেসিয়া ইসলাম।

সপ্তাহখানেক আগে এই মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালেরই সুইমস্যুট রাউন্ডের বিকিনি পরা ছবি পোস্ট করে সোশাল মিডিয়ায় উত্তাপ ছড়িয়েছিলেন জেসিয়া।

অনন্য মামুন পরিচালিত শাকিব খান অভিনীত ‘দরদ’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে জেসিয়াকে। এর আগে বেশ কয়েকটি নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত