আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় তৃতীয়বারের মতো অংশ নিয়েছেন মডেল ও অভিনেত্রী জেসিয়া ইসলাম।
২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া গিয়েছিলেন চীনে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিতে। এবার গেলেন কম্বোডিয়ায় মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে। বিশ্বের ৭৫টি দেশের প্রতিযোগীর মধ্যে দ্যুতি ছড়াচ্ছেন তিনি।
দর্শক ভোটে ১০ জন এবং জুরিদের পছন্দে ১০ জন নিয়ে সেরা ২০ যাবে চূড়ান্ত পর্বে। নির্বাচিত ২০ জনের একজন হতে সব প্রতিযোগীদের মতো লড়ছেন জেসিয়াও।
প্রতিযোগিতায় এখন চলছে ‘বেস্ট ইন সুইটস্যুট’ লড়াই।
১৪ অক্টোবর আয়োজকদের ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল’ ফেসবুক পাতায় প্রায় ৭০ জন প্রতিযোগীর সুইমস্যুট পরা ছবি প্রকাশ করা হয়েছে।
ছবি লাইক আর শেয়ার করলেই নম্বর জমা হবে ওই প্রতিযোগীর ঝুলিতে। প্রতি লাইকে ১০ নম্বর এবং শেয়ারে রয়েছে ৫ নম্বর। ফেসবুক ও ইনস্টাগ্রামে শুধুমাত্র ফলোয়ারদের ভোটই গণনা করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
অনুসারীদের জন্য এই ভোট দেয়ার সুযোগ রয়েছে ১৬ অক্টোবর থাইল্যান্ড সময় বিকাল ৪টা পর্যন্ত।
সুইমস্যুটে জেসিয়া ইসলামের ছবিও সকাল থেকে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। তারকারাও শুভেচ্ছা জানিয়ে ছবিটি শেয়ার করছেন জেসিয়াকে এগিয়ে দেয়ার জন্য।
আগামী ২৫ অক্টোবর হবে এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে ।
থ্যাইল্যান্ডের ব্যাংককে এই সুন্দরী প্রতিযোগিতার প্রেস কনফারেন্সে প্রকাশিত ভিডিওতে বেশ স্বতঃস্ফূর্তই দেখা গেছে জেসিয়াকে।
মঞ্চে একে একে সব প্রতিযোগী নিজের পরিচিয় দিয়ে এগিয়ে আসছিলেন। জেসিয়া ইসলামও এসে বলেন, “জেসিয়া ইসলাম। মিস গ্র্যান্ড বাংলাদেশ।”
এর আগে ১ অক্টোবর কম্বোডিয়া যাওয়ার আগে গণমাধ্যমকে জেসিয়া বলে গেছেন, “এটি আমার তৃতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ। এর আগে বাংলাদেশের পক্ষ থেকে ভিয়েতনামে ‘মিস চার্ম’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম।
“এ ধরনের আয়োজনে অংশ নেয়ার প্রধান উদ্দেশ্যে হলো, আমার বাংলাদেশকে সুন্দরভাবে উপস্থাপন করা। আমার অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের নামটাই উচ্চারিত হয়। সবাই যেন বাংলাদেশকে মনে রাখে, এটাই স্বপ্ন।”
মডেলিং থেকে অভিনয়ে আসা জেসিয়া ইসলামের বড় পর্দায় অভিষেক হয় ‘মাসুদ রানা-৯’ চলচ্চিত্র দিয়ে।
আসছে নভেম্বরে মুক্তি পেতে যাচ্ছে অনন্য মামুন পরিচালিত শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘দরদ’। এই সিনেমায় অতিথি শিল্পী হয়ে আসছেন এ গ্ল্যামার গার্ল। এর আগে বেশ কিছু নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন তিনি।