ঝিনাইদহের শৈলকুপায় চৈত্র সংক্রান্তির কাদা খেলায় নিয়ে দ্বন্দ্বের জেরে লাঠিপেটায় প্রাণ হারিয়েছেন এক যুবক।
নিহতের নাম স্বাধীন বিশ্বাস (২২)। তিনি শৈলকুপার ভগবান নগর গ্রামের আদিবাসী পাড়ায় মাতব্বর সুনিল বিশ্বাসের ছেলে।
ভগবান নগর গ্রামের আদিবাসী পাড়ায় চৈত্র সংক্রান্তি উপলক্ষে নীলপূজার আয়োজন করে সনাতন ধর্মের মানুষ। হিন্দু সন্যাসীরা মূলত এ পুজার আয়োজন করেন। পূজায় নানা আয়োজনের মধ্যে একে অন্যের দিকে কাদা ছুড়ে মারার পর্ব ছিল।
স্থানীয়রা জানায়, গত রবিবার বিকালে এই কাদা ছোড়া অনুষ্ঠানের আয়োজন হয়। এনিয়ে মাতব্বর সুনিল বিশ্বাসের সঙ্গে অধির বিশ্বাস নামের এক সন্যাসীর কথাকাটা কাটি হয়। এক পর্যায়ে এক সন্যাসীকে থাপ্পড় মারেন সুনিল।
এরপর রাতে সুনিল বিশ্বাস ও তার ছেলে স্বাধীনকে সন্যাসীরা লাঠিপেটা করেন বলে পুলিশ জানিয়েছে।
গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে রাতে সেখানেই স্বাধীনের মৃত্যু হয়।
শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী জানান, স্বাধীন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযানে নেমেছে।