Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

ঝিনাইদহে ধর্ষণ মামলায় ইউপি চেয়ারম্যানের যাবজ্জীবন

আদালত
প্রতীকী ছবি
[publishpress_authors_box]

বিচার প্রার্থী নারীকে ধর্ষণের দায়ে ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার ফারুকুজ্জামান ফরিদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. মিজানুর রহমান এ রায় দেন। এসময় আসামি ফারুকুজ্জামান ফরিদ আদালতে ছিলেন। মামলায় ফরিদের গাড়িচালক হুদা বাকড়ী গ্রামের ইউনুস মুন্সির ছেলে নজরুল ইসলামকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

নরহরিদ্রা গ্রামের খোন্দকার আমিরুজ্জামানের ছেলে ফরিদ ঝিনাইদহ শহরের ধোপাঘাটা ব্রিজ পাড়ায় বসবাস করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৫ এপ্রিল চেয়ারম্যান ফরিদের কাছে একটি ঘটনার বিচার চাইতে যান এক নারী। চেয়ারম্যান ফরিদ তখন কৌশলে মাদক সেবন করিয়ে ধর্ষণ করেন তাকে। এ অভিযোগ এনে ১৯ এপ্রিল সদর থানায় মামলা করেন ওই নারী।

ধর্ষণ মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়ে হরিশংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে থাকেন ফরিদ। এর মাঝে ফরিদ ধর্ষণ মামলা থেকে বাঁচতে ওই নারীকে বিয়ে করেন; একই টেবিলে বসে তালাকও দেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত