ঢাকার মিরপুর-১২ নম্বরে ঝিলপাড় বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ করছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার দুপুর ১২টা ৫৭ মিনিটে তারা ঝিলপাড় বস্তিতে আগুন লাগার খবর পান। ১৩ মিনিট পর দুপুর ১টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
অগ্নিকাণ্ডে হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাব কোনও তথ্য পাওয়া যায়নি। আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।