Beta
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
Beta
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

বাজবল ছেড়ে ‘টেস্টে’ ফিরল ইংল্যান্ড

সিরিজে প্রথম সেঞ্চুরি করলেন জো রুট। বেন ফোকসের সঙ্গে গড়েছিলেন ১১৩ রানের জুটি। ছবি : এক্স
সিরিজে প্রথম সেঞ্চুরি করলেন জো রুট। বেন ফোকসের সঙ্গে গড়েছিলেন ১১৩ রানের জুটি। ছবি : এক্স
[publishpress_authors_box]

জাসপ্রিত বুমরা বিশ্রামে। তার জায়গায় খেলা আকাশ দীপ টেস্ট অভিষেকে দ্বিতীয় ওভারেই স্টাম্প উড়িয়ে দিয়েছিলেন জ্যাক ক্রলির। বলটা ‘নো’ হওয়ায় বেঁচে যান ক্রুলি। তবে আকাশের গতি আর সুইংয়ে রাঁচি টেস্টের প্রথম সেশনে নাস্তানাবুদ বেন স্টোকসের দল।

৫৭ রানে ইংল্যান্ড হারায় ৩ উইকেট, আকাশই নিয়েছেন সবগলো। বুমরার অভাবটা তখন বুঝতেই দেননি এই পেসার। লাঞ্চের আগে ১১২ রানে ৫ উইকেটে হারিয়ে ধুঁকছিল সফরকারীরা।

এরপরই আক্রমণাত্মক ‘বাজবল’ ছেড়ে ‘আসল টেস্টে’ ফিরে বেন স্টোকসের দল।

উইকেট ধরে রেখে খেলতে থাকেন জো রুট ও বেন ফোকস। ইংল্যান্ড এরই সুফল পায় শেষ পর্যন্ত। জো রুটের সেঞ্চুরিতে তারা দিন শেষ করেছে ৭ উইকেটে ৩০২ রানে। তাদের নেট রান রেট ৩.৩৫। বাজবল যুগে যেখানে ওভার প্রতি ৬ রান নেয় ইংল্যান্ড, সেখানে ৩.৩৫ রেটই বলছে আসল টেস্টে ফিরেছে তারা।

জো রুট ৩১তম টেস্ট সেঞ্চুরি করে অপরাজিত ২২৬ বলে ৯ বাউন্ডারিত ১০৬ রানে। প্রথম ব্যাটার হিসেবে ভারতের বিপক্ষে ১০টি টেস্ট সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন রুট। তার সঙ্গে দ্বিতীয় দিন ৩১ রান নিয়ে ব্যাট করতে নামবেন অলি রবিনসন। রবিনসন ৩১ করেছেন ৬০ বলে।

আকাশের স্মরণীয় অভিষেক

কোচ রাহুল দ্রাবিড়ের হাত থেকে টেস্টের টুপি পেয়েছিলেন আকাশ দীপ। তখন মাঠে ছিল তার পরিবার। আকাশ মাকে প্রণাম করেন টেস্টের টুপি পেয়ে। জড়িয়ে ধরেন ভাইকে।

নিজের পঞ্চম ওভারে বেন ডাকেটকে ফেরান এই পেসার। বাঁহাতি ডাকেটকে আউট সুইং করেছিলেন তিনি। উইকেটরক্ষক ধ্রুব জুরেলের হাতে ক্যাচ দেন ডাকেট।

অভিষেকে ৩ উইকেট নিয়েছেন আকাশ দীপ। ছবি : এক্স

একই ওভারেই দ্বিতীয় উইকেট পেয়ে যান আকাশ। অলি পোপকে এলবিডব্লিউ করেন তিনি। আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে উইকেট পেয়ে যায় ভারত।

আকাশের তৃতীয় শিকার ক্রলি। যে ভাবে প্রথমে নো বলে বোল্ড হয়েছিলেন, একই ভাবে আউট হন তিনি। তবে এ বার আর নো বল করেননি। শুরুতেই ৩ উইকেট নিয়ে ইংল্যান্ডকে কাঁপিয়ে দিয়েছিলেন আকাশ।

অশ্বিনের কীর্তি

জনি বেয়ারস্টোকে এলবিডাব্লিউ করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। রেকর্ডটা হয় তাতেই। ৩৭ বছরের অশ্বিন দ্বিতীয় বোলার হিসেবে ভারত-ইংল্যান্ড ম্যাচে নেন ১০০ টেস্ট উইকেট। জেমস অ্যান্ডারসনের উইকেট ১৪৫টি।

ভারতীয়দের মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে ভাগবত চন্দ্রশেখরের উইকেট ৯৫ আর অনিল কুম্বলের ৯২টি। প্রথম ভারতীয় হিসেবে টেস্টে নির্দিষ্ট একটি দলের বিপক্ষে ১০০০ রান ও ১০০ উইকেটের মাইলফলকও ছুঁয়েছেন অশ্বিন। এই তালিকায় আছেন ৭ জন। গ্যারি সোবার্স-ইয়ান বোথামরা তাদের অন্যতম।

ইংল্যান্ডের বিপক্ষে ১০০তম উইকেট অশ্বিনের। ছবি : এক্স

রোহিতের রাগ

চা বিরতির আগে ম্যাচের ৬০তম ওভারে রিভিউ ‍নিয়েছিল ভারত। জাদেজার বল বেন ফোকসের প্যাডে লাগলে এলবিডব্লিউ দেননি আম্পায়ার।

রোহিত জিজ্ঞাসা করেন বল কি উইকেটের দিকে যাচ্ছিল? তাতে উইকেটরক্ষক জুরেলের ভঙ্গি দেখে মনে হয় তিনি রোহিতকে বোঝাতে চাইছেন যে বল উইকেটের বাইরে যাচ্ছিল। কিন্তু জাদেজার মনে হয়েছিল বল উইকেটে লাগছে। তিনি রোহিতকে রিভিউয়ের জন্য রাজি করান। রিভিউতে দেখা যায় জুরেলের অনুমানই ঠিক। বল লেগ স্টাম্পের বাইরে যাচ্ছে। রিপ্লের সময় রোহিতকে বিরক্তি প্রকাশ করতে দেখা যায় জাদেজার ওপর।

রুটের সেঞ্চুরি

ইংল্যান্ডের  অন্যতম সেরা টেস্ট ব্যাটার জো রুট। এবারের সিরিজে বাজবল খেলতে গিয়ে সফল হননি তিনি। সমালোচনা হচ্ছিল তার ব্যাটিংয়ের ধরন নিয়েও। আজ (শুক্রবার) রুট দেখালেন টেস্ট ক্রিকেটে ক্রিজে পড়ে থেকে খেলা তিনি ভোলেননি।

রাঁচিতে ক্যারিয়ারের ৩১তম টেস্ট সেঞ্চুরি করলেন রুট, এর ১০টিই ভারতের বিপক্ষে। এবারের সিরিজে এটাই তার প্রথম সেঞ্চুরি। ভারতের বিপক্ষে প্রথম ব্যাটার হিসেবে ১০টি টেস্ট সেঞ্চুরি তার। ৯ সেঞ্চুরি আছে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথের।

ষষ্ঠ উইকেটে বেন ফোকসের সঙ্গে রুট গড়েন ১১৩ রানের জুটি। ১২৬ বলে ৪৭ করে মোহাম্মদ সিরাজের বলে ফোকস বোল্ড হলে ভাঙে জুটিটি। এরপর টম হার্টলিকে বোল্ড করেন সিরাজ। তবে রুট আর অলি রবিনসনকে টলানো যায়নি। রুট ১০৬ রানে ও রবিনসন অপরাজিত ৩১ রানে।

আকাশের উইকেট ৩টি, মোহাম্মদ সিরাজ নিয়েছেন ২ উইকেট। ১টি করে উইকেট রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত