জো রুট মাঠে নামা মানে রেকর্ডের পাতা এলোমেলো হওয়া। লর্ডসে গড়েছিলেন ইংলিশ ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির রেকর্ড। এবার ওভালে টেস্ট রানে পেছনে ফেললেন লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে।
১৩৪ টেস্টে সাঙ্গাকারার রান ১২ হাজার ৪০০, যা সর্বকালের সপ্তম সর্বোচ্চ। রবিবার ওভালে দ্বিতীয় ইনিংসে ১২ করে আউট হওয়া রুটের রান এখন ১২ হাজার ৪০২। তার সামনে রয়েছেন শচীন টেন্ডুলকার (১৫৯২১), রিকি পন্টিং (১৩৩৭৮), জ্যাক ক্যালিস (১৩২৮৯), রাহুল দ্রাবিড় (১৩২৮৮) ও অ্যালিস্টার কুক (১২৪৭২)।
রুটের রেকর্ডের দিনে ওভালে তৃতীয় দিন আগুনই ঝড়াচ্ছেন পেসাররা। ইংল্যান্ডের ৩২৫ রানের জবাবে শ্রীলঙ্কা দ্বিতীয় দিন শেষ করেছিল ৫ উইকেটে ২১১ রানে। রবিবার লাঞ্চের আগেই ২৬৩ রানে অলআউট সফরকারীরা। ইংলিশ তিন পেসার নিয়েছেন ৮ উইকেট। অলি স্টোন ৩টি, জস হল ৩টি আর ক্রিস ওকস নেন ২ উইকেট।
ইংল্যান্ডকেও পাল্টা জবাব দিচ্ছে লঙ্কান পেসাররা। তাদের রূদ্রমূর্তিতে ইংল্যান্ড ৭২ রানে হারায় ৬ উইকেট। সবকটি উইকেটই নিয়েছেন লঙ্কান তিন পেসার।
নিচের দিকে জেমি স্মিথ ৫০ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংস খেলে স্বাগতিকদের মুখ রক্ষা করেন। তার ব্যাটে দ্বিতীয় ইনিংসে ১৫৬ রান করেছে ইংল্যান্ড। শ্রীলঙ্কার সামনে দি ওভাল টেস্ট জয়ের জন্য লক্ষ্য দাঁড়িয়েছে ২১৯ রান।