রেকর্ডের মালা গাঁথলেন জো রুট ও হ্যারি ব্রুক। টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ জুটির রেকর্ড গড়েছেন তারা। যেকোনও উইকেটে এখন সবচেয়ে রানের জুটি তাদের। গড়েছেন চতুর্থ উইকেটে টেস্টের সর্বোচ্চ জুটির রেকর্ডও। পাকিস্তানের বিপক্ষে মুলতান টেস্টে তাদের ব্যাটিং দাপটে ওলটপালট রেকর্ডবুক।
১৯৫৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এজবাস্টন টেস্টে পিটার মে ও কলিন কাউড্রের গড়া ৪১১ রান ছিল এতদিন ইংল্যান্ডের সর্বোচ্চ রানের জুটি। মুলতানে এই রেকর্ড ভেঙে দিয়েছেন রুট-ব্রুক। ৪৫৪ রানের জুটি গড়ে নতুন রেকর্ড গড়েছেন তারা।
চতুর্থ উইকেটে সর্বোচ্চ জুটির হিসাব করলে তাদের সামনে আর কেউ নেই। টেস্টের ১৪৭ বছরের ইতিহাসে চতুর্থ উইকেটে তাদের গড়া ৪৫৪ রানের জুটি এখন সর্বোচ্চ। ভেঙে দিয়েছেন ২০১৫ সালে হোবার্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার শন মার্শ ও অ্যাডাম ভোজেসের গড়া ৪৪৯ রানের রেকর্ড।
পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের আগের সর্বোচ্চ জুটি ছিল ৩৫৯ রানের, ২০২০ সালে গড়েছিলেন জস বাটলার ও জ্যাক ক্রলি। স্বাভাবিকভাবেই এই রেকর্ডের স্থায়ীত্ব শেষ।
মুলতান টেস্টে রুট আউট হয়েছেন ২৬২ রানে। টেস্ট ক্যারিয়ারে এটাই তার সর্বোচ্চ রানের ইনিংস। আগের সর্বোচ্চ ২৫৪ রানও করেছিলেন তিনি এই পাকিস্তানের বিপক্ষে।
টেস্টে রুটের ডাবল সেঞ্চুরি এখন ৬টি। আর একটি ডাবল হলেই ছুঁয়ে ফেলবেন ইংল্যান্ডের সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মালিক ওয়ালি হ্যামন্ডকে (৭টি)। সর্বোচ্চ ডাবলের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন অ্যালিস্টার কুক (৫)।
রুট ট্রিপল সেঞ্চুরির আশা জাগিয়ে আউট হলেও রেকর্ড গড়ে তিন অঙ্কে পা দিয়েছেন হ্যারি ব্রুক। তিনি ট্রিপল সেঞ্চুরি করেন ৩১০ বলে যা টেস্টে দ্বিতীয় দ্রুততম। ২০০৭-০৮ মৌসুমে দ.আফ্রিকার বিপক্ষে চেন্নাইয়ে ২৭৮ বলে দ্রুততম সেঞ্চুরির কীর্তি বীরেন্দর শেবাগের।
টেস্ট ক্রিকেটে ২০১৯ সালে ডেভিড ওয়ার্নের পর এটাই কোন ব্যাটারের প্রথম ট্রিপল সেঞ্চুরি। সবমিলিয়ে ষষ্ঠ ইংলিশ ব্যাটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি করলেন ব্রুক। ইংলিশদের মধ্যে সর্বোচ্চ ৩৬৪ রানের ইনিংস লেন হাটনের। ব্রুকের ৩১৭ পঞ্চম সর্বোচ্চ।
৩২২ বলে ২৯ বাউন্ডারি ৩ ছক্কায় ৩১৭ করা ব্রুককে ফেরান সাইম আয়ুবি। ইংল্যান্ড ইনিংস ঘোষণা করে ৭ উইকেটে ৮২৩ রানে। পাকিস্তানের বিপক্ষে এটাই কোন দলের টেস্টে সর্বোচ্চ। আগের সেরা ছিল ১৯৫৮ সালে কিংস্টনে ওয়েস্টইন্ডিজের ৩ উইকেটে ৭৯০ রান।
টেস্ট ক্রিকেটে দলীয় সংগ্রহ ৮০০ বা বেশি দেখা গেছে চারবার। এর তিনটিই ইংল্যান্ডের । ১৯৩০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংস্টনে ইংল্যান্ড করেছিল ৮৪৯। ১৯৩৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওভালে করেছিল ৭ উইকেটে ৯০৩। এরপর আজ মুলতানে করল ৭ উইকেটে ৮২৩।
টেস্টে সর্বোচ্চ ৬ উইকেটে ৯৫২ রানের কীর্তিটা শ্রীলঙ্কার। ১৯৯৭ সালে ভারতের বিপক্ষে কলম্বোয় এই রান পাহাড় গড়েছিল তারা।
রান উৎসবের এই টেস্টেও হারের শঙ্কায় পাকিস্তান। তারা চতুর্থ দিন শেষ করেছে ৬ উইকেটে ১৫২ রানে। ইংল্যান্ডের চেয়ে পাকিস্তান এখনও পিছিয়ে ১১৫ রানে।
আউট হয়েছেন আব্দুল্লাহ শফিক (০ রান), সাইম আইয়ুব (৬), শান মাসুদ (১১), বাবর আজম (৫), সৌদ শাকিল (২৯) ও মোহাম্মদ রিজওয়ান (১০)। সালমান আঘা ৪১ আর আমের জামাল অপরাজিত ২৭ রানে। গাস অ্যাটকিনসন ও ব্রাইডন কার্স নিয়েছেন ২টি করে উইকেট।