চোটের জন্য ২০২৩ সালের মে মাস থেকে দলের বাইরে জফরা আর্চার। গত বছরের সেপ্টেম্বরের পর থেকে সাদা বলে আর খেলেননি ক্রিস জর্ডান। এই দুইজনকে নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ জনের প্রাথমিক দল ঘোষণা করল ইংল্যান্ড।
দলে নতুন মুখ বাম হাতি স্পিনার টম হার্টলি। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ২২ উইকেট নিয়ে আলো ছড়িয়েছিলেন তিনি।
আর্চার সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মিরপুরে। বাংলাদেশের বিপক্ষে গত বছরের মার্চে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিয়েছিলেন ৪ উইকেট। চোটের জন্য এই পেসার খেলতে পারেননি গত ওয়ানডে বিশ্বকাপ। কনুই ও আঙুলে পাওয়া চোটে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হয়নি তার।
তিন দফা অস্ত্রোপচারও করাতে হয়েছে আর্চারকে। সেরে ওঠার পর দক্ষিণ আফ্রিকার নতুন ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০ দিয়ে মাঠে ফেরেন আর্চার। তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়াটা আত্মবিশ্বাসই বাড়াবে ইংল্যান্ডের।
জস বাটলারের দলে আছেন আইপিএল মাতানো ফিল সল্ট, স্যাম কারানরা। গত বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন কারান। এছাড়া মঈন আলী, আদিল রশিদ, মার্ক উড, হ্যারি ব্রুকরাও আছেন যথারীতি।
ইংল্যান্ডের বিশ্বকাপ দল : জস বাটলার (অধিনায়ক), মঈন আলী (সহ-অধিনায়ক), জফরা আর্চার, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি ও মার্ক উড।