অবৈধ অস্ত্র উদ্ধারে আগামী ৪ সেপ্টেম্বর বুধবার থেকে যৌথ অভিযান চালানো হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবির আন্দোলন থেকে সৃষ্ট গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর দেশে ছিল অরাজক পরিস্থিতি।
সেসময় দেশের বিভিন্ন স্থানে চলে লুটপাট-হামলা-অগ্নিসংযোগ। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন যেমন লুটপাটের হাত থেকে রেহাই পায়নি, বাদ পড়েনি থানা ও পুলিশ ফাঁড়িগুলোও। থানাগুলোতে হামলা ও ভাঙচুরের পাশাপাশি লুট হয় পুলিশের অনেক অস্ত্র ও গোলাবারুদ।
লুটপাট করা পুলিশের এসব অস্ত্র ও গোলাবারুদ যাদের কাছে রয়েছে, তারা সেগুলো আগামী ৩ সেপ্টেম্বর মঙ্গলবারের মধ্যে জমা না দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে এর আগে এক বিজ্ঞপ্তিতে জানায় পুলিশ সদর দপ্তর।