তাহলে ক্যারিয়ার জুড়ে ভুল নামে লোকে ডেকেছে জস বাটলারকে? ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক বিশ্বকাপ জিতেছেন দুটি। খেলছেন ১৩ বছর ধরে। পেয়েছেন এমবিই (মেম্বার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার)। সবখানেই তার নাম ভুল!
আজ (১ এপ্রিল) এপ্রিল ফুলের দিনে সেই ভুল নামটাই মেনে নিলেন বাটলার! এ নিয়ে ইংলিশ ক্রিকেট বোর্ড পোস্ট করেছে একটি ভিডিও। যেখানে বাটলার শুরু করেছেন এভাবে, ‘‘আমি ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক জস বাটলার (ইংরেজি বানান জেওএস)। কিন্তু আজীবন আমাকে ভুল নামে ডাকা হয়েছে (ইংরেজি বানান জেওএসএইচ, এই বাড়তি এইচটা ভুল)।’’
এর ব্যাখ্যায় বাটলারকে বলতে শোনা যায়, ‘‘রাস্তার মানুষ থেকে শুরু করে আমার মা পর্যন্ত জন্মদিনের কার্ডে ভুল বানানে শুভেচ্ছা জানিয়েছে। এমনকি আমার এমবিই পর্যন্ত ভুল। তাই ১৩ বছর নিজের দেশকে প্রতিনিধিত্ব করে দুটি বিশ্বকাপ জেতার পর এই সমস্যার সমাধান করছি। আমি এখন থেকে অফিসিয়ালি জস বাটলার (ভুল বানানটাই ঠিক এখন থেকে জেওএসএইচ। মেনে নিয়েছেন বাড়তি এইচটা)।’’
ভিডিওটা শেষ হয় প্রযোজক বাটলারকে আগের বানানে ধন্যবাদ জানালে (জেওএস)। তখন বিরক্তিও দেখান বাটলার!
পুরোটাই কি এপ্রিল ফুলের বোকা বানানোর ভিডিও! নাকি সত্যিই ভুল বানান মেনে নিয়েছেন বাটলার? এ নিয়ে হাস্যরসই শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।