তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে দলীয় কোন্দলে জয় উদযাপন কিছুটা ম্লান হয়ে গেছে তাদের। অধিনায়ক-খেলোয়াড় দ্বন্দ্বে মাঠেই অপ্রীতিকর ঘটনার জন্ম দিয়েছে ক্যারিবিয়ানরা। জল এতদূর গড়ায় যে, অধিনায়ক শাই হোপের সিদ্ধান্ত মানতে না পেরে রেগে মাঠ থেকেই বেরিয়ে যান আলজারি জোসেফ। এই পেসারের আচরণ মোটেও পছন্দ হয়নি কোচ ড্যারেন স্যামির।
ব্রিজটাউনের ওয়ানডে ৮ উইকেটে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে তিন ম্যাচের সিরিজে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমেছিল ইংলিশরা। তাদের ইনিংসের চতুর্থ ওভার চলাকালীন হোপের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে মাঠ থেকে বেরিয়ে যান জোসেপ।
চতুর্থ ওভারে ফিল্ড প্লেসমেন্টে অধিনায়কের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন জোসেফ। টিভি ক্যামেরায় সেটি ধরাও পড়ে। ডানহাতি পেসার হোপের সিদ্ধান্তে কতটা বিরক্ত হয়েছিলেন, সেটি প্রকাশ পায় চতুর্থ বলে তিনি উইকেট পেলে। জর্ডান কক্স উইকেটকিপার হোপের গ্লাভসে ধরা পড়লেও জোসেফ কোনও উদযাপন করেননি। তিনি চলে যান তার বোলিং এন্ডে।
এরপর ওভার শেষ করে কিছু না বলেই জোসেফ মাঠ ছেড়ে বেরিয়ে চলে যান ড্রেসিং রুমে। ওই সময় বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছিলেন স্যামি। কিন্তু কাজ হয়নি। ফলে পঞ্চম ওভারে ১০ জন ফিল্ডার নিয়ে মাঠ সাজাতে হয় অধিনায়ক হোপকে।
জোসেফের এমন আচরণ কিছুতেই মানতে পারছেন না স্যামি। তিনি রীতিমতো ক্ষুব্ধ। ম্যাচ শেষে টকস্পোর্ট-কে সাবেক এই অলরাউন্ডার বলেছেন, “আমার ক্রিকেট মাঠে এই ধরনের আচরণ অগ্রহণযোগ্য। আমরা সবাই বন্ধু হয়ে থাকতে চাই। তবে দলের ভেতর আমি যে ধরনের সংস্কৃতি তৈরি করতে চাইছি, সেটির সঙ্গে মোটেও এটা যায় না। অবশ্যই বিষয়টি নিয়ে আমরা কথা বলব।”
ষষ্ঠ ওভারে অবশ্য মাঠে ফিরেছিলেন জোসেফ। তবে ১২তম ওভারের আগে বল পাননি। শেষ পর্যন্ত এই পেসার তার বোলিং কোটা পূরণ করে ১০ ওভারে ৪৫ রান দিয়ে নেন ২ উইকেট।