Beta
বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

দুই সেঞ্চুরিতে স্পেশাল জ্যোতি

জ্যোতি
[publishpress_authors_box]

বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুধু নয়। ভালো ব্যাটার হিসেবে এমনিতেই পারফরম্যান্সে আলাদা নিগার সুলতানা জ্যোতি। সেই পারফরম্যান্স দিয়েই নিজেদে অন্য উচ্চতায় নিয়ে গেলেন।

মেয়েদের জাতীয় ক্রিকেট লিগে টানা দ্বিতীয় সেঞ্চুরি করেছেন এই ব্যাটার। শনিবার সেন্ট্রাল জোনের হয়ে ইস্ট জোনের বিপক্ষে লিগের দ্বিতীয় রাউন্ডে ম্যারাথন ইনিংস খেলেছেন। ড্র হওয়া ম্যাচটিতে টানা দ্বিতীয় রাউন্ডে শতকের দেখা পাওয়া একমাত্র নারী বাংলাদেশি ব্যাটার করেছেন ৩২২ বলে ১৮ চারে ১৭১ রান।

ম্যাচের শেষদিন জ্যোতি ছাড়াও ওপেনার মুর্শিদা খাতুনের ১৭০ রানে নিজেদের প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫২৮ রান করে সেন্ট্রাল জোন। ইস্ট জোন দিলারার ১০২ রানে করেছিল ৩৫৪ রান। ম্যাচটি ড্র হয়।  

প্রসঙ্গত, নিগার সুলতানা এর আগে মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি করে ইতিহাস গড়েছিলেন।

লিগের এই রাউন্ডে অন্য ম্যাচটিও ড্র হয়েছে। অবশ্য খেলা শেষ হওয়ার আগে জয় থেকে মাত্র ২ উইকেট দূরে ছিল নর্থ জোন। সোবহানা মোস্তারির ১৪৬ বলে ১১৮ রানের ইনিংসে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৫৭ রান করে ইনিংস ঘোষণা করে নর্থ।

১৮ রানের লিড থাকায় লক্ষ্য দাঁড়ায় ২৭৫। জয়ের লক্ষ্যে নেমে সাউথ ৮ উইকেটে ২৩২ করতে খেলা ড্র হয়। নর্থ জোনের জান্নাতুল ফেরদৌস সুমনা টানা দ্বিতীয় ম্যাচে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত