বিদেশ যাওয়ার সময় বিমানবন্দরে আটক হয়েছেন সাংবাদিক দম্পতি ফারজানা রুপা ও শাকিল আহমেদ।
ফ্রান্স যেতে বুধবার সকালে ঢাকার শাহজালাল বিমানবন্দরে গিয়েছিলেন তারা। তবে পুলিশের বিশেষ শাখার ছাড়পত্র পাওয়া যায়নি বলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটকে দেয় বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর এসেছে।
দেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির নেতা ও প্রশাসনের কর্মকর্তা কয়েকজন গ্রেপ্তার হলেও কোনও সাংবাদিক আটক হওয়ার ঘটনা এটাই প্রথম।
রুপা ও শাকিল উভয়ে একাত্তর টেলিভিশনে কাজ করতেন। শাকিল ছিলেন প্রধান বার্তা সম্পাদক, রুপা ছিলেন মুখ্য প্রতিবেদক ও উপস্থাপক।
সরকার পরিবর্তনের পর সম্প্রতি তাদের চাকরিচ্যুত করে একাত্তর টিভি কর্তৃপক্ষ।
বেসরকারি টেলিভিশনটির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুর বিরুদ্ধে ২০১৩ সালে শাপলা চত্বরে ‘গণহত্যার সহযোগী’ হিসাবে একদিন আগেই মামলা করেছে হেফাজতে ইসলাম, যে মামলায় ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান আসামি।
শাকিল ও রুপাকে আটকের পর ইমিগ্রেশন কর্তৃপক্ষ গোয়েন্দা পুলিশের হাতে তুলে দেয়। তখন বলা হয়েছিল, শাহবাগ থানায় একটি মামলা থাকার কারণে তাদের বহির্গমন ছাড়পত্র দেওয়া হয়নি।
পরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সাংবাদিকদের জানায়, শাকিল ও রুপাকে উত্তরা পূর্ব থানায় করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় ও দলটির নেতাদের বাড়ি-অফিস ভাংচুরের পাশাপাশি কয়েকটি টিভি কার্যালয়ও আক্রান্ত হয়েছিল।
সেদিন রাতে ঢাকার বারিধারায় একাত্তর টিভিতে ব্যাপক ভাংচুর চালানো হয়েছিল। যে কারণে টিভিটির সম্প্রচার এক দিন বন্ধও ছিল।
তার ১৫ দিন পর মেয়েকে নিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা করেছিলেন রুপা ও শাকিল। টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাদের টিকেট ছিল। তবে বিমানে চড়ার আগেই গ্রেপ্তার হলেন তারা।