Beta
বুধবার, ২৬ মার্চ, ২০২৫
Beta
বুধবার, ২৬ মার্চ, ২০২৫

সাংবাদিক লায়েকুজ্জামানের মৃত্যু

ss-layekujjaman-17-02-24
[publishpress_authors_box]

মারা গেছেন সাংবাদিক লায়েকুজ্জামান। শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুর খবর জানিয়ে তার জন্য শোক প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। সংগঠনটির স্থায়ী সদস্য ছিলেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি সর্বশেষ দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

লায়েকুজ্জামানের সহকর্মীরা জানিয়েছেন, শনিবার বিকালে অফিসে বুকে ব্যথা অনুভব করলে তাকে হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

১৯৬৪ সালে ফরিদপুরে জন্মগ্রহণ করেন লায়েকুজ্জামান। তার পরিবারে স্ত্রী ও দুই মেয়ে রয়েছেন।

এর আগে লায়েকুজ্জামান দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি দৈনিক মানবজমিন ও সকালের খবর পত্রিকায় কাজ করেছেন। কলকাতা থেকে প্রকাশিত দৈনিক দিন দর্পণ পত্রিকায় বাংলাদেশ প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন এই সাংবাদিক।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত