Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

সাংবাদিক মুন্নী সাহা হত্যা মামলায় গ্রেপ্তার

মুন্নী সাহা
মুন্নী সাহা। ফাইল ছবি
[publishpress_authors_box]

ঢাকার যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় সাংবাদিক মুন্নী সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাত ১০টার দিকে ঢাকার কারওয়ান বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন।

জানা যায়, রাতে কারওয়ান বাজার এলাকায় নিজের কর্মস্থল ‘এক টাকার খবর’-এর অফিস থেকে বের হওয়ার পর একদল লোক মুন্নী সাহাকে ঘিরে ধরে এবং তার ওপর চড়াও হয়। খবর পেয়ে তাকে সেখান থেকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। পরে হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

ওসি মোবারক হোসেন জানান, কারওয়ান বাজারের জনতা টাওয়ারের সামনে সবজি কেনার সময় কিছু মানুষ মুন্নী সাহার ওপর চড়াও হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তেজগাঁও থানা পুলিশ তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

তিনি জানান, পরে যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় মুন্নী সাহাকে গ্রেপ্তার করা হয়েছে।

বাসস জানায়, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী এলাকায় নাঈম হাওলাদার (১৭) নামে এক শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় গত ২২ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা মো. কামরুল ইসলাম।

এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং পুলিশ ও র‌্যাবে কয়েকজন কর্মকর্তাকে আসামি করা হয়। পাশাপাশি মুন্নী সাহাসহ সাতজন সাংবাদিককেও মামলায় আসামি করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত