Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

জামিন নেওয়ার শর্তে মুন্নী সাহাকে ছেড়ে দিয়েছে পুলিশ

মুন্নী সাহা
মুন্নী সাহা। ফাইল ছবি
[publishpress_authors_box]

হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সাংবাদিক মুন্নী সাহাকে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ।

আদালতে আত্মসমর্পণ করে জামিন নেওয়ার শর্তে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে রবিবার সকাল সন্ধ্যাকে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।

তিনি জানান, প্যানিক অ্যাটাকে ‘অসুস্থ’ বোধ করায় হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সাংবাদিক মুন্নী সাহাকে শর্ত সাপেক্ষে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ।

মুন্নী সাহার বিরুদ্ধে চারটি মামলা থাকার কথা জানিয়ে রেজাউল করিম মল্লিক বলেন, সেসব মামলায় তাকে আত্মসমর্পণ করে কোর্ট থেকে জামিন নিতে হবে। যেহেতু তিনি প্যানিক অ্যাটকের শিকার এবং নারী সাংবাদিক– এসব বিষয় বিবেচনায় নিয়ে তাকে ছাড়া হয়েছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) তালেবুর রহমান সকাল সন্ধ্যাকে বলেন, অসুস্থতাজনিত কারণে আইনি প্রক্রিয়ায় মুন্নী সাহাকে রাতেই তার পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

তিনি জানান, ফৌজদারি কার্যবিধির ৪৯৭ ধারায় মুন্নী সাহাকে  মুক্তি দেওয়া হয়েছে। অর্থাৎ, তাকে জামিন চাইতে হবে এবং ভবিষ্যতে পুলিশের সমন পেলেই আদালতে হাজির হতে হবে।

এর আগে শনিবার রাতে কারওয়ান বাজার এলাকায় নিজের কর্মস্থল ‘এক টাকার খবর’-এর কার্যালয় থেকে বের হওয়ার পর একদল লোক মুন্নী সাহাকে ঘিরে ধরে এবং তার ওপর চড়াও হয়। খবর পেয়ে তাকে সেখান থেকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।

পরে মুন্নী সাহাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর কথা জানান তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন।

তিনি রাতে সকাল সন্ধ্যাকে বলেছিলেন, কারওয়ান বাজারের জনতা টাওয়ারের সামনে সবজি কেনার সময় কিছু মানুষ মুন্নী সাহার ওপর চড়াও হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তেজগাঁও থানা পুলিশ তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়। পরে যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত