সই জালিয়াতির অভিযোগে সাংবাদিক দম্পতি নাজমুল হোসেন ও তার স্ত্রী শারমিন সুলতানার বিরুদ্ধে করা মামলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।
লেখক ও সম্পাদক অমিতাভ দেউরীর করা মামলায় মঙ্গলবার (৫ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আমলি আদালত এ নির্দেশ দেয়।
সাংবাদিক দম্পতি নাজমুল ও তার স্ত্রী শারমিনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ জেল থেকে প্রকাশিত বঙ্গবন্ধু বিষয়ক দুটি সরকারি বইয়ের গ্রন্থস্বত্ব ও মেধাস্বত্ব চুরির মাধ্যমে প্রায় ২১ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এর মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মালিকানাধীন ‘বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা’ বইটির সম্পাদক অমিতাভ দেউরী।
মামলার নথি থেকে জানা যায়, ২০২০ সালে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর মুজিববর্ষ উপলক্ষে ‘বঙ্গবন্ধু বুক কর্নার’ প্রকল্পে দেশের ৬৫ হাজার ৭০০ প্রাথমিক বিদ্যালয়ের জন্য বই কেনে। সেসময় একাধিক গণমাধ্যমে প্রকল্পের ক্রয় নিয়ে অনিয়ম, জালিয়াতির সংবাদ প্রচারিত হয়। এরই পরিপ্রেক্ষিতে ব্যারিস্টার সাইয়েদুল হক সুমন জনস্বার্থে হাইকোর্টে একটি রিট আবেদন করেন।
মামলার বাদী অমিতাভ দেউরীর অভিযোগ, সেই রিট মামলায় বিবাদী নাজমুল ও তার স্ত্রী শারমিন অমিতাভের স্বাক্ষর নকল করে ভুয়া মানি রিসিট ও জাল প্রত্যয়নপত্র তৈরি করে আদালতে জমা দেন। মানি রিসিটে বর্ণিত তারিখে অমিতাভ দেউরী দেশে ছিলেন না বলে দাবি করেছেন। প্রত্যয়নপত্রেও অমিতাভের বাব-মায়ের নাম মিলছে না বলে দাবি তার।
প্রসঙ্গত, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের আলোচিত সেই ‘বঙ্গবন্ধু বুক কর্নার’ প্রকল্পে প্রায় ২৯ কোটি টাকার বই কেনা হয়। যার মধ্যে সাংবাদিক দম্পতি নাজমুল হোসেন ও তার স্ত্রী শারমিন সুলতানার মালিকানাধীন জার্নি মাল্টিমিডিয়া ও স্বাধিকা পাবলিশার্সকেই পরিশোধ করা হয় প্রায় ২১ কোটি টাকা।
বই বিক্রির রয়্যালটি বাবদ পাওনাদার পক্ষ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রাপ্য টাকাও পরিশোধ করেনি সাংবাদিক নাজমুল হোসেনের মালিকানাধীন প্রতিষ্ঠান জার্নি মাল্টিমিডিয়া লিমিটেড।
জার্নি মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হোসেন বেসরকারি চ্যানেল দীপ্ত টিভিতে প্রধানমন্ত্রীর কার্যালয় বিটে কর্মরত ছিলেন। শারমিন সুলতানা একই টেলিভিশন চ্যানেলে সংবাদ পাঠ ও উপস্থাপনা করতেন।
জানা গেছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর দেশত্যাগ করেন সাংবাদিক নাজমুল। শেখ হাসিনার পতনের খবর শুনে তিনি আর অফিস করেননি বলে জানিয়েছেন সহকর্মীরা।