Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

জয়কে অপহরণ মামলায় সাংবাদিক শফিক রেহমানের জামিন

আদালতে আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান। ছবি : সকাল সন্ধ্যা
আদালতে আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে জামিন পেয়েছেন সিনিয়র সাংবাদিক শফিক রেহমান।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেনের আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন চান তিনি। শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করেন।

শফিক রেহমানের পক্ষে শুনানি করেন মাসুদ আহমেদ তালুকদার ও সৈয়দ জয়নুল আবেদিন মেসবাহসহ কয়েকজন আইনজীবী।

আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, “আজকে আদালত আপিলের শর্তে তার জামিনের আবেদন মঞ্জুর করেছেন। আমরা সাজা মওকুফের আবেদনও করেছি। আদালত পরে তারিখ দেবেন বলে জানিয়েছেন। পরবর্তী তারিখে সাজা মওকুফ বিষয়ে শুনানি করব।”  

গত ৩০ সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. মাহবুবুল হকের আদালতে এই মামলায় সাজার বিরুদ্ধে আপিল দায়েরের শর্তে আত্মসমর্পণ করেন শফিক রেহমান। শুনানি শেষে আদালত তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেন।

এর আগে ২০২৩ সালের ১৭ আগস্ট ঢাকার তৎকালীন অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর এই সাজা ঘোষণা করেছিলেন। রায়ে সাংবাদিক শফিক রেহমান ও মাহমুদুর রহমানসহ পাঁচজনকে আলাদা দুই ধারায় সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহাম্মেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া।

রায়ে আসামিদের দণ্ডবিধির ৩৬৫ ধারায় (অপহরণের অভিযোগে) পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন বিচারক। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও এক মাসের কারাভোগের নির্দেশ দেওয়া হয়েছিল।

এছাড়া একই আইনে ১২০-খ ধারায় (অপরাধমূলক ষড়যন্ত্র) দুই বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুই ধারার সাজা একসঙ্গে চলবে বলে বিচারক রায়ে উল্লেখ করেছিলেন।

অভিযোগে বলা হয়েছিল, ২০১১ সালের সেপ্টেম্বরের আগে যেকোনও সময় থেকে এ পর্যন্ত বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ বিএনপি ও বিএনপির নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের উচ্চপর্যায়ের নেতারা রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়ে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে, যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকার একত্রিত হয়ে যোগসাজশে সাবেক প্রধানমন্ত্রীর ছেলে ও তার সাবেক প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন।

২০১৫ সালের ৩ আগস্ট ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলাটি করেছিলেন। 

২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি সাংবাদিক শফিক রেহমানসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এ মামলায় সজীব ওয়াজেদ জয়সহ ১২ জন সাক্ষ্য দেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত