Beta
বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

দু’দিনেই জোভান-তটিনীর যে নাটক ইউটিউবে ফেলল সাড়া

jobhan-tatini-3
[publishpress_authors_box]

বছরের শুরুতেই বিয়ের গণ্ডগোল নাটকের মধ্য দিয়ে আলোচনায় এসেছেন ছোটপর্দার দুই জনপ্রিয় অভিনয় শিল্পী জোভান ও তটিনী।

প্রেমিক-প্রেমিকার পরষ্পরবিরোধী মজার ও সাসপেন্সে ভরা নাটকটি ইউটিউবে মুক্তি দেওয়া হয়েছে ৯ জানুয়ারি।

জয়নাল আবেদিনের চিত্রনাট্য আর মাসরিকুল আলমের গল্প ও পরিচালনায় নাটকটি নির্মিত হয়েছে সিএমভি’র ব্যানারে।মাত্র দু’দিনের মাথায় নাটকটির প্রায় ৩ মিলিয়ন ভিউজ হয়েছে।

অনিক চরিত্রে ফারহান আহমেদ জোভান আর আর তন্দ্রা চরিত্রে তানজিম সাইয়ারা তটিনী।

গল্পটির প্রধান দুই চরিত্র অনিক আর তন্দ্রা। অনিকের মা মনিরা বেগম মানসিক রোগী। কথায় কথায় আত্মহত্যার হুমকি দেন। তাই যখন বন্ধুর মেয়ে তন্দ্রার সাথে অনিকের বিয়ে ঠিক করলেন, তখন অন্য একজনের সঙ্গে প্রেম থাকা সত্ত্বেও অনিকের না বলার সাহস হয় না।

অন্যদিকে তন্দ্রারও পছন্দের মানুষ ছিল। কিন্তু তার বাবা প্রচণ্ড রাগী। তার বিরুদ্ধে কথা বলার সাহস পুরো এলাকার কারোর নেই। আর তন্দ্রা তো এমনিতেই ভীতু। তাই সেও বাধ্য হয়ে বিয়েতে রাজি হয়।

নির্মাতা মাসরিকুল আলম জানান, “নাটকটির গল্প তো এখন সবারই জানা। তবে আমরা চেষ্টা করেছি প্রেম আর ঘর পালানোর গল্প নিয়ে একটা ভিন্নমাত্রার গল্প দেখাতে। দর্শকদের প্রশংসা আর ইউটিউব ভিউ দেখে মনে হচ্ছে, সেই চেষ্টায় আমরা কিছুটা সফল। বলা উচিত, অন্যদের পাশাপাশি নাটকটির দুই প্রাণ জোভান ও তটিনী নিজ নিজ চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন।”

বিয়ের গণ্ডগোল এ আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, কচি খন্দকার, মাহমুদুল ইসলাম মিঠু, মিলি বাশার প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছেন এসকে সাহেদ আলী পাপ্পু।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত