অক্টোবরে বাংলাদেশে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে তো? রাজনৈতিক পট পরিবর্তনে শঙ্কাটা কাটেনি এখনও। ভারতীয় দৈনিক ‘ইন্ডিয়া টুডে’ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিসিআইকে অনুরোধ করেছে মেয়েদের বিশ্বকাপ আয়োজন করতে। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী অস্বীকার করেছেন এটা। তবে ক্রিকবাজ ও ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বিসিসিআইকে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের অনুরোধ করেছে আইসিসি।
অনুরোধ যারাই জানাক, ভারত এই বিশ্বকাপ আয়োজনে রাজি নয়। বিসিসিআই সচিব জয় শাহ ইন্ডিয়া টুডেকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘‘তারা বিসিসিআইকে অনুরোধ করেছে ইভেন্টটি আয়োজন করতে পারবে কি না। আমি স্পষ্টভাবে না করেছি। তখন মৌসুমি বৃষ্টিপাত থাকবে আর আমরা মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করব ২০২৫ সালে। মেয়েদের টানা দুটি বিশ্বকাপ আয়োজন করতে চাই, এমন ধারণা দিতে চাই না।’’
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের চেয়ে বাংলাদেশের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজটা গুরুত্বপূর্ণ জয় শাহর কাছে। ১৯ ও ২৭ সেপ্টেম্বর শুরু হবে টেস্ট দুটি। এরপর রয়েছে টি-টোয়েন্টি সিরিজ। সরকার বদলের কারণে এই সফর নিয়ে জয় শাহ জানালেন, ‘‘ওদের সঙ্গে কথা হয়নি (বিসিবি)। নতুন সরকার গঠন হয়েছে সেখানে। ওরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে অথবা আমিই করব। বাংলাদেশ সিরিজ খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে।’’
এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অনীহা থাকলেও ২০৩৬ সালের অলিম্পিক আয়োজন করতে চায় ভারত। ভারতের সঙ্গে সৌদি আরব, কাতার এবং তুরস্কও চায় ২০৩৬ অলিম্পিক আয়োজন করতে। আজ স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন, ‘‘২০৩৬ সালের অলিম্পিক আয়োজন করা ভারতের স্বপ্ন। আমরা এর প্রস্তুতি শুরু করেছি। গোটা বিশ্ব দেখেছে ভারত কত ভালো ভাবে জি২০ বৈঠক আয়োজন করেছে। এতেই প্রমাণ হয়েছে ভারতের বড় মাপের ইভেন্ট আয়োজনের সক্ষমতা আছে।’’