Beta
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

ডেমরায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

আবু সাঈদ
আবু সাঈদ
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

ঢাকার ডেমরায় যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে  সন্ত্রাসীরা। শুক্রবার সন্ধ্যার দিকে ডেমরার ওরিয়েন্টাল স্কুলের মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত আবু সাঈদ (২৯) ডেমরা আমতলা বাহির টেংরা এলাকার সিকান্দার আলীর ছেলে।

নিহতের মামা আপেল মাহমুদ বলেন, “আমার ভাগিনা ডেমরা ৬৭ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ছিল। শুক্রবার সন্ধ্যার দিকে ঘটনাস্থলে একটি দোকানে চা খাওয়ার সময় আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীরা সাঈদকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

“আমরা খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক জানান আমার ভাগিনা আর বেঁচে নেই।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত