Beta
রবিবার, ১৬ মার্চ, ২০২৫
Beta
রবিবার, ১৬ মার্চ, ২০২৫

ধানমণ্ডি লেকের গাছে গাছে যুবদলের পাখির বাসা

ধানমণ্ডি থানা যুবদলের উদ্যোগে তৈরি নিরাপদ পাখির বাসা।
ধানমণ্ডি থানা যুবদলের উদ্যোগে তৈরি নিরাপদ পাখির বাসা।
[publishpress_authors_box]
Site Icon

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার ধানমণ্ডি লেকের আশপাশের গাছে বিশেষভাবে তৈরি পাখির বাসা স্থাপন করা হয়েছে। এ কাজে ব্যবহার করা হয়েছে মাটির হাঁড়ি।

ব্যতিক্রমী ও পরিবেশবান্ধব এই উদ্যোগ নিয়েছে ধানমণ্ডি থানা যুবদল।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের ধারাবাহিকতায় সোমবার ধানমণ্ডি থানা যুবদলের নেতারা পাখিদের জন্য নিরাপদ বাসস্থান তৈরির লক্ষ্যে লেকের আশপাশের গাছে এসব পাখির বাসা স্থাপন করেন।

মাটির হাঁড়ি বিশেষ প্রক্রিয়ায় কেটে ও ছিদ্র করে তা গাছে ঝুলানোর এবং পাখির বসবাসের ব্যবস্থা করা হয়েছে। হাঁড়িগুলোয় করা হয়েছে সাদা রঙ, ওপরে লাল রঙ দিয়ে লেখা ধানমণ্ডি যুবদল।

এই উদ্যোগের প্রশংসা করছেন পার্কে বেড়াতে আসা মানুষেরা।

পাখির বাসা স্থাপন করার কাজে নেতৃত্ব দিয়েছেন ধানমণ্ডি থানা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান যুবদল নেতা সাজ্জাদ মাহমুদ সোহেল এবং ধানমন্ডি থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মনির হোসাইন।

সাজ্জাদ মাহমুদ সোহেল সকাল সন্ধ্যাকে বলেন, প্রকল্পটি ধানমণ্ডি থানা যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফসল। সবার আন্তরিক প্রচেষ্টা এবং প্রকৃতির প্রতি ভালোবাসা এই উদ্যোগকে সফল করে তুলেছে।

এই উদ্যোগ শুধু পাখিদের জন্য নয়, বরং শহরের পরিবেশকে রক্ষা এবং পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা করেন তিনি।

এর আগে গত অক্টোবরের মাঝামাঝি সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর, হাকিম চত্বর, কেন্দ্রীয় লাইব্রেরির সামনে, ডাকসু ও মধুর ক্যান্টিনের সামনে, কলা ভবনের বিপরীতে এবং আরও কিছু পয়েন্টেও গাছে পাখির বাসা তৈরির জন্য ২০০ মতো মাটির হাঁড়ি বেঁধে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত