Beta
সোমবার, ১৭ মার্চ, ২০২৫
Beta
সোমবার, ১৭ মার্চ, ২০২৫

বিয়ে পিছিয়েও জেতা হলো না শিরোপা

স্ত্রীর সঙ্গে জুড বেডিংহাম। ছবি : ইনস্টাগ্রাম
স্ত্রীর সঙ্গে জুড বেডিংহাম। ছবি : ইনস্টাগ্রাম
[publishpress_authors_box]

হবু স্বামীর দল পৌঁছেছে এসএ টোয়েন্টির ফাইনালে। উপলক্ষ্যটা গর্বেরই হওয়ার কথা কোন স্ত্রীর। তাই বলে বিয়ের দিন ফাইনাল! সানরাইজার্স ইস্টার্ন কেপের দক্ষিণ আফ্রিকান ওপেনার ডেভিড বেডিংহামের হবু স্ত্রী জেনা ভন নেইকার্ক এটা মানতে পারছিলেন না কোনভাবে।

শেষ পর্যন্ত এমআই কেপটাউনের বিপক্ষে ফাইনালে পৌঁছায় বিয়েটা একদিন পিছিয়ে দেন বেডিংহাম। তারপরও জেতা হলো না শিরোপা। মুম্বাইয়ের কাছে বেডিংহামের দল হেরেছে ৭৬ রানের বড় ব্যবধানে।

শুরুতে ব্যাট করে ৮ উইকেটে ১৮১ করেছিল রশিদ খানের নেতৃত্বে খেলা মুম্বাই কেপটাউন। জবাবে মাত্র ১০৫ রানে অলআউট সানরাইজার্স ইস্টার্ন কেপ। বেডিংহাম করেছিলেন ৮ বলে ৫।

এসএ টোয়েন্টির শিরোপা জিতেছে এমআই কেপটাউন।

ফাইনালের আগে দক্ষিণ আফ্রিকার ব্রডকাস্টিং চ্যানেল সুপারস্পোর্টে বেডিংহাম বলছিলেন, ‘‘আমরা যেন ফাইনালে না উঠি এমনটাই চাইছিল আমার স্ত্রী! তবু ফাইনালে উঠার পর ও বলল, ‘যেহেতু ফাইনালে উঠেছ, আশা করি সেটা জিতবে আর বিয়েতেও আসবে।’ আমার বদলে বাবা যোগ দিয়েছিল ব্যাচেলর পার্টিতে! আশা করছি ছেলেরা তাকে গ্রহণ করবে ভালোভাবে।’’

ফাইনাল যদি সানরাইজার্স জিতত সেক্ষেত্রে দেরী করে বিয়েতে আসার শঙ্কা ছিল বেডিংহামের। এজন্য ফাইনালে গ্যালারিতে উপস্থিত ছিলেন বেডিংহামের ভাই ও বন্ধুরা। তাদের কাজ ছিল ম্যাচ শেষে বেডিংহামকে দ্রুত বিয়ের জন্য নিয়ে যাওয়া!

রিলায়েন্স গ্রুপের মালিকানাধীন ইন্ডিয়াউইন স্পোর্টস লিমিটেড কিনেছে এমআই কেপটাউন। আইপিএলের মুম্বাই ইন্ডিয়ানসের পাশাপাশি তারা টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি কিনেছে ডব্লুপিএল (মেয়েদের আইপিএল নামে পরিচিতি), ইন্টারন্যাশনাল লিগ টি২০ (আইএলটি২০), এসএ২০ ও মেজর লিগ ক্রিকেটে (এমএলসি)।

মুম্বাই ইন্ডিয়ানস প্রথম ট্রফি জিতেছিল ২০১৩ সালে। এর আগে চ্যাম্পিয়নস লিগ জিতেছিল ২০১১ ও ২০১৩ সালে। ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালের আইপিএলও জিতেছিল তারা। ২০২৩ সালে ডব্লুপিএলের প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয় মুম্বাই ইন্ডিয়ানস নারী দল।

যুক্তরাষ্ট্রের এমএলসির প্রথম আসরেরও শিরোপা জেতে আম্বানিদের মালিকানাধীন এমআই নিউইয়র্ক। গত বছর সংযুক্ত আমিরাতের আইএলটি২০-তেও চ্যাম্পিয়ন হয় এমআই এমিরেটস। এবার তারা বাজিমাত করল দক্ষিণ আফ্রিকায়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত