Beta
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
Beta
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
পর্নো তারকাকে ঘুষের মামলা

নির্বাচনের আগে ট্রাম্পের সাজা ঘোষণা হচ্ছে না

৬ সেপ্টেম্বর ২০২৪ নিউ ইয়র্ক সিটির ট্রাম্প টাওয়ারে এক প্রেস কনফারেন্সে বক্তব্য রাখছেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি।
৬ সেপ্টেম্বর ২০২৪ নিউ ইয়র্ক সিটির ট্রাম্প টাওয়ারে এক প্রেস কনফারেন্সে বক্তব্য রাখছেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি।
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

পর্নো তারকাকে ঘুষ দেওয়ার তথ্য গোপন রাখতে ব্যবসায়িক রেকর্ডে জালিয়াতির আশ্রয় নেওয়ায় দোষী সাব্যস্ত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা ঘোষণার তারিখ আবারও পিছিয়ে দেওয়া হয়েছে।

এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, নিউইয়র্কের ম্যানহাটন আদালতের বিচারক জুয়ান মার্চান শুক্রবার সাজা ঘোষণার দিন ২৬ নভেম্বর পর্যন্ত পিছিয়ে দেন। এর অর্থ হচ্ছে- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের সাজা ঘোষণা করা হচ্ছে না।

বিচারক তার রায়ে বলেছেন, ট্রাম্পের বিরুদ্ধে মামলায় রাজনৈতিক উদ্দেশ্যের অযৌক্তিক ধারণা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ১৮ সেপ্টেম্বর সাজা ঘোষণার দিন ধার্য করা হয়েছিল। কিন্তু তার আইনজীবীরা ‘নির্বাচনে নগ্ন হস্তক্ষেপের উদ্দেশ্যে’র কথা উল্লেখ করে তার সাজার তারিখ পিছিয়ে নির্বাচনের পরে নিতে আবেদন জানান।

তাদের যুক্তি, ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ আনা ম্যানহাটনের জেলা অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ একজন ডেমোক্র্যাট। ফলে ট্রাম্পের বিরুদ্ধে এই মামলা করার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।

পর্নো তারকাকে ঘুষের মামলায় কী সাজা হতে পারে ট্রাম্পের

আগামী ৫ নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে চলেছে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। সব ঠিক থাকলে সেই নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হয়ে ডেমোক্রেট প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বিরুদ্ধে লড়বেন ট্রাম্প।

ফলে নির্বাচনের আগে ট্রাম্পকে সাজা দিলে এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে অভিযোগ উঠতে পারে। তাই বিচারক জুয়ান মার্চান সাজা ঘোষণার তারিখ ভোটের ২০ দিন পর পর্যন্ত পিছিয়ে দিয়েছেন।

পর্নো তারকার সঙ্গে যৌন সম্পর্ক গোপন রাখার জন্য ঘুষ দেওয়া এবং সেই ঘুষের বিষয়টি গোপন রাখার জন্য ব্যবসায়িক নথিপত্রে তথ্য জালিয়াতির অভিযোগে করা হয়েছিল মামলাটি।

মামলায় আনা ৩৪টি প্রতারণার অভিযোগের সব কটিতেই দোষী সাব্যস্ত হয়েছেন রিপাবলিকান পার্টির নেতা ও যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ট্রাম্প।

মামলার দীর্ঘ শুনানির পর গত মে মাসে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে নিউইয়র্কের জুরি বোর্ড।

এর মধ্য দিয়ে ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বর্তমান বা সাবেক কোনও প্রেসিডেন্টকে অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়।

সে সময় ট্রাম্পের সাজা ঘোষণার জন্য ১১ জুলাই দিন ধার্য করা হয়েছিল। পরে ট্রাম্পের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে সেটি ১৮ সেপ্টেম্বর পর্যন্ত পেছানো হয়। শুক্রবার দ্বিতীয়বারের মতো সাজা ঘোষণার দিন পেছানো হলো।

মামলায় ৭৭ বছর বয়সী ট্রাম্পের বিরুদ্ধে আনা প্রতারণার অভিযোগগুলো ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখতে দেওয়া ঘুষের অর্থ সংক্রান্ত।

ওই পর্নো তারকার সঙ্গে ট্রাম্পের যৌন সম্পর্ক ছিল। সেবার প্রেসিডেন্ট নির্বাচনের আগে তা গোপন রাখার জন্যই ট্রাম্প তাকে বিশাল অঙ্কের ঘুষ দেন।

স্টর্মিকে ট্রাম্প ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন। ঘুষ বাবদ অর্থ খরচের বিষয়টি গোপন রাখতে ট্রাম্প তার ব্যবসায়িক রেকর্ডেও জালিয়াতির আশ্রয় নেন বলে অভিযোগ।

ট্রাম্প অবশ্য নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। তার দাবি, তিনি যে অভিযোগগুলোর মুখোমুখি হচ্ছেন, তা ফৌজদারি অপরাধমূলক নয়।

এটা ঠিক যে, যৌন সম্পর্ক গোপন রাখার জন্য পর্নো তারকাকে ট্রাম্প যেভাবে অর্থ দিয়েছেন, যুক্তরাষ্ট্রের আইনে তা কোনও অপরাধ নয়।

তবে সেই অর্থ প্রদানের বিষয়টি গোপন রাখার জন্য তিনি তার ব্যবসায়িক রেকর্ডে যেসব জালিয়াতির আশ্রয় নিয়েছেন, সেগুলো ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়ে।

এছাড়া তথ্য গোপন রেখে প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করার অভিযোগও বেশ গুরুতর।

তবে ট্রাম্পের অভিযোগ, তিনি ন্যায়বিচার পাননি। সাজা ঘোষণার পর এই রায়ের বিরুদ্ধে ট্রাম্প আপিল করবেন বলেও জানান।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত