ক্লাব ফুটবলের সবচেয়ে জমজমাট টুর্নামেন্ট চ্যাম্পিয়নস লিগ। ৩২ থেকে এবার এই টুর্নামেন্টের দল বেড়ে হয়েছে ৩৬টি। বেড়েছে প্রাইজমানিও।
জমজমাট এই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হবে আজ। বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনার কত জন ফুটবলার চ্যাম্পিয়নস লিগে খেলবেন, আগ্রহ আছে তা নিয়ে। ‘টিওয়াইসি স্পোর্টস’ হিসেব কষে দেখিয়েছে এবার মোট ২৮ আর্জেন্টাইন খেলছেন চ্যাম্পিয়নস লিগে। ট্রান্সফার মার্কেট বন্ধ না হওয়ায় সংখ্যাটা বাড়তে পারে আরও।
এই টুর্নামেন্টে সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদে একজন আর্জেন্টাইন ফুটবলারও নেই। রিয়ালে আছেন ব্রাজিলের চারজন ভিনিসিয়ুস, রোদ্রিগো, মিলিতাও আর এনদ্রিক। এমনকি বার্সেলোনাতেও কোনও আর্জেন্টাইন ফুটবলার নেই। ম্যানচেস্টার সিটি, পিএসজি, বায়ার্ন মিউনিখ, এসি মিলান আর আর্সেনালেও নেই কোনও আর্জেন্টাইন।
সবচেয়ে বেশি ৬ আর্জেন্টাইন ফুটবলার রয়েছেন আতলেতিকো মাদ্রিদে। বেনফিকায় আছেন দ্বিতীয় সর্বোচ্চ ৪ জন। লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে যোগ দেওয়ায় স্বাভাবিকভাবেই নেই চ্যাম্পিয়নস লিগে।
আর্জেন্টিনার যারা খেলবেন
অ্যাস্টন ভিলা : এমিলিয়ানো মার্তিনেজ, এনজো ব্যারেনেচিয়া, এমিলিয়ানো বুয়েন্দিয়া।
আতালান্তা : মাতেও রেতেগুই।
আতলেতিকো মাদ্রিদ : হুলিয়ান আলভারেজ, হুয়ান মুসো, নাহুয়েল মলিনা, রদ্রিগো দি পল, আনহেল কোররেয়া, জুলিয়ানো সিমিওনে।
বেয়ার লেভারকুজেন : এজেকুয়েল প্যালাসিওস।
বেনফিকা : নিকোলাস ওতামেন্দি, জিয়ানলুকা প্রেসতিয়ান্নি, বেঞ্জামিন রোলহাইজার, আনহেল দি মারিয়া।
বোলোনিয়া : বেনজামিন দমিগুয়েজ, সান্তিয়াগো কাস্ত্রো।
ক্লাব ব্রুগা : জাইদ রোমেরো।
ফেইনুর্ড : এজেকুয়েল বুলাউদ, ইউলিয়ান ক্যারাঞ্জা।
জিরোনা : পাওলো গাজানিগা।
ইন্টার মিলান : হোয়াকিন কোররেয়া, লাওতারো মার্তিনেজ।
জুভেন্টাস : নিকোলাস গঞ্জালেজ।
লিভারপুল : অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
পিএসভি : ওয়ালতোর বেনিতেজ।
সলজবুর্গ : নিকোলাস ক্যাপালদো।
স্পোর্তিং লিসবন : মাতেও তানলোঙ্গো।