ছাত্র-জনতার গণআন্দোলনে ক্ষমতার পালা বদলের পর দেশের পুঁজিবাজারে বেড়েছে লেনদেন; মূল্যসূচকে দেখা দিয়েছে উল্লম্ফন।
প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে দেশে গত তিন সপ্তাহের অচলাবস্থার অবসান হয়েছে। এর প্রতিফলন দেখা যাচ্ছে দেশের দুই পুঁজিবাজারে।
ক্ষমতার পালা বদলের পর প্রথম দিন মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২০০ পয়েন্ট বেড়েছে। শতাংশ হিসাবে বেড়েছে ৩ দশমিক ৭৭ শতাংশ। লেনদেন হয়েছে সাড়ে সাতশ কোটি টাকা। সাম্প্রতিক সময়ে ডিএসইর সূচকে এমন উল্লম্ফন আর দেখা যায়নি।
অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র দেখা যায়।
মঙ্গলবার সকাল ১০টায় ব্যাপক উত্থান নিয়ে শুরু হয় পুঁজিবাজারের লেনদেন। তালিকাভুক্ত প্রায় সব কোম্পানির শেয়ারের দর বাড়লেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন কোম্পানিগুলোর শেয়ারের দরপতন হয়েছে। একই অবস্থায় আইএফআইসি ব্যাংকের শেয়ারেরও।
আন্দোলন দমাতে শেখ হাসিনার সরকার বুধবার পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছিল। তবে সোমবার পদত্যাগ করে দেশত্যাগের পর সেদিনই সেনাবাহিনীর পক্ষ থেকে ব্যাংকসহ সব সরকারি-বেসরকারি অফিস খোলা রাখার ঘোষণা দেওয়া হয়। এতে মঙ্গলবার স্বাভাবিক সময়ে শুরু হয় পুঁজিবাজারের লেনদেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৫ হাজার ২২৯ পয়েন্ট নিয়ে সকাল ১০টায় শুরু হয়। শেষ পর্যন্ত ১৯৭ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে লেনদেন শেষ হয়; ডিএসইএক্স অবস্থান করছে ৫ হাজার ৪২৬ দশমিক ৪২ পয়েন্টে।
ডিএসইর অন্য দুই সূচক ডিএসইএস ৩২ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ৭৫ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৩৪ পয়েন্টে অবস্থান করছে।
মঙ্গলবার ডিএসইতে ৭৪৯ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবস রবিবার লেনদেনের অঙ্ক ছিল ২০৭ কোটি ৮৩ লাখ টাকা।
মঙ্গলবার ডিএসইতে ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৩২৮টির দাম বেড়েছে, কমেছে ৬০টির। আর অপরিবর্তিত ছিল ৯টির দর।
সালমানের কোম্পানিগুলোর দরপতন
মঙ্গলবার প্রায় সব কোম্পানির শেয়ারের দর বাড়লেও সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা পুঁজিবাজারের আলোচিত নাম সালমান এফ রহমানের মালিকানাধীন কোম্পানিগুলোর শেয়ারের দরপতন হয়েছে।
একই অবস্থা বেসরকারি আইএফআইসি ব্যাংকের শেয়ারেরও। ব্যাংকটির মালিকানায় সরকারের অংশ বড় হলেও এতে বেক্সিমকো গ্রুপের বিনিয়োগে সালমান এফ রহমান ব্যাংকটির চেয়ারম্যান পদে আছেন। তার মালিকানাধীন বেক্সিমকো ফার্মা, শাইনপুকুর সিরামিকসের শেয়ারের দরপতন হয়েছে।
মঙ্গলবার বেক্সিমকো ফার্মার শেয়ারের দাম কমেছে ৩ টাকা ১০ পয়সা। অথচ ওষুধ খাতের আরেক কোম্পানি স্কয়ার ফার্মার দর বেড়েছে ৫ টাকা। শাইনপুকুর সিরামিবসের শেয়ারের দর কমেছে ৯০ পয়সা।
অন্যদিকে সব ব্যাংকের শেয়ারের দাম বাড়লেও আইএফআইসি ব্যাংকের শেয়ারের দর মঙ্গলবার ২০ পয়সা কমেছে।
তবে বেক্সিমকো লিমিটেডের শেয়ারদরে ফ্লোর প্রাইস এখনও কার্যকর রাখায় ওই শেয়ারের দরপতন হওয়ার সুযোগ নেই।
সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে গত জুলাইয়ের শুরুতে গড়ে ওঠা আন্দোলনের মধ্যে সপ্তাহের প্রথম দিন রবিবার পুঁজিবাজারে বড় দরপতন হয়। ওইদিন প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ১০৪ দশমিক ৬৬ পয়েন্ট কমেছিল। অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ১৯৩ দশমিক ১৮ পয়েন্ট কমে।
উল্লম্ফন সিএসইতেও
মঙ্গলবার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৬৭ দশমিক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৩৯৩ দশমিক ১৫ পয়েন্টে।
লেনদেন হয়েছে ৯ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। ২২২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৫৯টির, কমেছে ৫২টির ও অপরিবর্তিত ছিল ১১টির দর।
একাধিক ব্রোকারেজ হাউসের শীর্ষ নির্বাহী নাম প্রকাশ না করার শর্তে সকাল সন্ধ্যাকে বলেন, দীর্ঘদিন ধরে বাজারে মন্দা চলছে। আওয়ামী লীগ সরকারের সময়ে পুঁজিবাজার ভালো যায় না—এমন প্রচারণাও আছে বাজারে। তাই পরিবর্তনের হাওয়ায় পুঁজিবাজারেও চাঙাভাব দেখা দিয়েছে।