লিভারপুলের দায়িত্ব ছাড়ার পর বিশ্রামে ছিলেন ইয়ুর্গেন ক্লপ। এবার নতুন ভূমিকায় আবারও ফুটবলে ফিরছেন তিনি। লিভারপুল ও ডর্টমুন্ডের সাবেক এই কোচ এখন রেড বুলের ‘হেড অব গ্লোবাল সকার’।
২০২৫ সালের জানুয়ারি থেকে রেড বুলের ফুটবল প্রকল্পে কাজ শুরু করবেন ৫৭ বছর বয়সী ক্লপ। জার্মানির বিখ্যাত পানীয় উৎপাদন প্রতিষ্ঠান রেড বুলের বিশ্বব্যাপী অনেকগুলো ক্লাব আছে। এদের অন্যতম জার্মানির লাইপজিগ, অস্ট্রিয়ার সালজবুর্গ, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রেড বুলস, ব্রাজিলের রেড বুল ব্রাগানতিনো, ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাব লিডস।
ক্লপের দায়িত্ব হবে এই ক্লাবগুলোর খেলার দর্শন নিয়ে পরামর্শ দেওয়া, দলবদলের কৌশল প্রণয়ন ও কোচিংয়ে মান উন্নয়ন। এ নিয়ে উচ্ছ্বসিত ক্লপ, ‘‘প্রায় ২৫ বছর সাইডলাইনে কাটানোর পর এ রকম প্রকল্পে জড়ানোটা রোমাঞ্চকর। ভূমিকা বদলালেও ফুটবলের জন্য আর যারা খেলাটাকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, তাদের জন্য আমার ভালোবাসা বদলাবে না।’’
এই চুক্তির ধারাতেই আছে জার্মানির ভবিষ্যৎ কোচ হওয়ারা সুযোগ। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত জার্মানির কোচ ইউলিয়ান নাগলসমান। নাগলসমান জার্মানির দায়িত্ব ছাড়লে ক্লপকে সেই পদে আবেদন করার সুযোগ রাখা হয়েছে চুক্তিতে।