প্রথমবারের মতো বাবা হলেন কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী মডেল হেইলি বল্ডউইন বিবার।
শনিবার নিজের ইনস্টাগ্রামে সদ্যোজাত সন্তানের পায়ের ছবি পোস্ট করে জাস্টিন বিবার জানিয়েছেন, ছেলের নাম রাখা হয়েছে জ্যাক ব্লুজ বিবার।
মে মাসে তারকা দম্পতি ঘোষণা করেন, সংসারে নতুন অতিথি আসছে।
সেসময় জাস্টিন এবং হেইলি পর পর কিছু ছবি, ভিডিও শেয়ার করেছিলেন সামাজিক মাধ্যমে। ভিডিওতে হেইলির বেবি বাম্পের ছবিও শেয়ার করেছিলেন এই তারকা জুটি।
গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজের সঙ্গে আট বছরের সম্পর্ক চুকিয়ে ২০১৮ সালে মডেল হেইলি বল্ডউইনকে বিয়ে করেন জাস্টিন বিবার।
যদিও সেসময় বিয়ের খবর কেউই প্রকাশ্যে আনেননি। চার বছর পর বিয়ের কথা জানান এই তারকা জুটি। আর বিয়ের ছয় বছর পর তাদের কোলজুড়ে জুড়ে এলো পুত্র জ্যাক ব্লুজ বিবার।