Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

ভোটের পর ম্যাচেও হারল জুভেন্টাস

উদিনিসের কাছে ঘরের মাঠেই হেরেছে জুভেন্টাস। ছবি : এক্স
উদিনিসের কাছে ঘরের মাঠেই হেরেছে জুভেন্টাস। ছবি : এক্স
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

ইতালিয়ান সিরি ‘এ’ একটা সময় ছিল ১৮ দলের। ২০০৪-০৫ মৌসুম থেকে মর্যাদার এই টুর্নামেন্ট হচ্ছে ২০ দল নিয়ে।

এসি মিলান আর জুভেন্টাসের মত ক্লাবগুলো দল বাড়ানোর এই সিদ্ধান্তের বিপক্ষে চলে যায় হঠাৎ করে। দাবি জানায়, আগামী মৌসুম থেকে ১৬ দল নিয়ে ইতালিয়ান ফুটবলের শীর্ষ এই লিগ আয়োজনের। বাধ্য হয়ে ইতালিয়ান ফুটবল ফেডারেশনকে আয়োজন করতে হয় ভোটের।

সোমবার মিলানে হওয়া সেই ভোটে পাস হয়েছে, ২০ দল নিয়েই সিরি ‘এ’ আয়োজনের সিদ্ধান্ত। ১৬ দলের পক্ষে ভোট ছিল কেবল জুভেন্টাস, এসি মিলান, ইন্টার মিলান ও রোমার। অন্যরা ভোট দিয়েছে ২০ দলের পক্ষে।

জিতলে হলে অন্তত দরকার ছিল ১৪ ভোটের। সেই লড়াইয়ে জুভেন্টাস ও সহযোগীরা হেরেছে ১৬-৪ ভোটে।

অস্তিত্ব রক্ষার এই ভোটে জয়ের পর তোরিনো প্রেসিডেন্ট উরবিনো কায়রোর সন্তুষ্টি, ‘‘ওরা এটাকে সুপার লিগের আরেক সংস্করণ করতে চেয়েছিল। জবাবটা পেল ব্যালটে।।’’

ভোটের পর মাঠের লড়াইয়েও হেরে গেছে জুভেন্টাস। সিরি ‘এ’তে সোমবার নিজেদের মাঠে উদিনিসের কাছে ১-০ গোলে হেরেছে তারা। ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে জুভেন্টাস।

এক ম্যাচ কম খেলা ইন্টার ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে। নিজেদের পরের ম্যাচ জিতলে জুভেন্টাসের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে যাবে ইন্টার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত