গত মৌসুমটা হতাশায় কেটেছে ম্যানচেস্টার সিটির। এর তীব্রতা এতটাই যে কোচ পেপ গার্দিওলা জানিয়েছিলেন, ক্লাব বিশ্বকাপ জিতলেও সেটা যাবে না! তবে এই টুর্নামেন্টে প্রথম ম্যাচের পর রবিবার নিজেদের দ্বিতীয় ম্যাচেও বড় জয় পেয়েছে সিটি। আল আইনকে ৬-০ গোলে বিধ্বস্ত করে গ্রুপ ‘জি’ থেকে নকআউট নিশ্চিত করেছে তারা।
গ্রুপের অপর ম্যাচে বড় জয় পেয়েছে ইউরোপের আরেক পরাশক্তি জুভেন্টাসও। ইতালিয়ান ক্লাবটি ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ওয়াইডাডকে। কেনান ইদিজ করেন জোড়া গোল। পেনাল্টি থেকে এক গোল দুসান ভ্লাহোভিচের, অপর গোলটি আত্মঘাতী।
৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে গ্রুপের শীর্ষে থেকে নকআউটের টিকিট পেয়েছে জুভেন্টাস। শেষ ম্যাচে মুখোমুখি হবে জুভেন্টাস ও সিটি, যে দল জিতবে গ্রুপ চ্যাম্পিয়ন হবে তারাই।
আজ সোমবার আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে আল আইনের বিপক্ষে ৮ ও ৭৩ মিনিটে জোড়া গোল করেছিলেন ইলকাই গুনদোয়ান। ২৭ মিনিটে ফ্রি কিক থেকে গোল করেন আর্জেন্টাইন টিনএজার ক্লওদিও এচেভেরি। বিরতির ঠিক আগে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেছিলেন আর্লিং হলান্ড।
বদলি নেমে ৮৪ মিানিটে এক গোল অস্কার ববের। ম্যাচ শেষের এক মিনিট আগে অপর গোলটি করেন সিটিতে নতুন যোগ দেওয়া রায়ান চেরকি।