দক্ষিণ কোরিয়ান অভিনেতা সং জে-লিমকে নিজের অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। ৩৯ বছর বয়সী এই সাবেক মডেল কে-ড্রামা তে অভিনয় করে খ্যাতির শীর্ষে পৌঁছে যান।
সং-এর এক বন্ধু তাকে তার রাজধানী সিউলের বাসায় পড়ে থাকতে দেখে। সেদিন তাদের একসাথে দুপুরের খাবার খাওয়ার পরিকল্পনা ছিল।
সিউল পুলিশের এক কর্মকর্তা সিএনএন-কে জানান ঘটনাস্থলে কোন ধরণের অপরাধ সংঘটিত হওয়ার আলামত পাওয়া যায়নি এবং অ্যাপার্টমেন্টে একটি চিঠি পাওয়া গেছে।
অল্প বয়সেই মডেল হিসেবে কাজ করা শুরু করেন সং।
অভিনয় ক্যারিয়ারের শুরু ২০০৯ সালে ‘অ্যাকট্রেসেস’ সিনেমা দিয়ে। অল্প সময়ের মধ্যেই খ্যাতি পান সং। ‘দ্য সাসপেক্ট’, ‘অন ইওর ওয়েডিং ডে’, ‘গুড মর্নিং-এর মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন।
কে-ড্রামাতেও বেশ জনপ্রিয় এই অভিনেতা।
২০১২ সালের সিরিজ ‘মুন এমব্রেসিং দ্য সান’-এ রাজার নিরাপত্তারক্ষীর চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন সং।
‘টু উইকস’ সিরিজে তাকে দেখা যায় খুনির ভূমিকায়। এই বছর মুক্তি পাওয়া ‘কুইন উ’ সিরিজে নজর কাড়েন সং।