Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

বিটিএস কি তাহলে ছেড়েই দিচ্ছেন কে-পপ তারকা জিন

Jin BTS
[publishpress_authors_box]

ব্যান্ড বিটিএস-এর অন্যতম সদস্য জিন প্রকাশ করলেন তার একক অ্যালবাম ‘হ্যাপি’। বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল, কে-পপ তারকা জিন হয়তো বিটিএস ছেড়ে যাচ্ছেন।

তবে এসব গুঞ্জনে জল ঢেলে দিলেন শিল্পী নিজেই। গত ১৫ নভেম্বর একক অ্যালবামটি প্রকাশিত হয়েছে।

জিন নিশ্চিত করলেন, বিটিএস-এ তিনি ছিলেন, আছেন এবং থাকবেন।

সম্প্রতী বিলবোর্ডে দেওয়া এক সাক্ষাৎকারে জিন বলেন, “বিটিএস-ই একমাত্র ব্যান্ড, চিরকাল আমি যার অংশ হয়ে থাকব। ব্যক্তিগতভাবে ব্যান্ড মিউজিক আমাকে টানে আর একক শিল্পী হিসেবে বিভিন্ন স্টাইলে নিজেকে খুঁজে পেতেও আমি বেশ আনন্দ পাই। তবে দিন শেষে, আমার সংগীতের শিকড় বিটিএস।”

উল্লেখ্য, ব্যান্ডের বাকি সদস্যরা জিনের আগেই তাদের একক অ্যালবাম প্রকাশ করেছিল। এই তালিকায় বরং জিন সবার শেষেই নাম লেখালেন।

বিগত বছরগুলোতে নিজেদের একক ক্যারিয়ার দাঁড় করিয়েছেন ব্যান্ডের অন্য সদস্যরা। তাই তাকে জিজ্ঞাসা করা হয় একক অ্যালবাম প্রকাশে তার কেন এতো দেরী? তখন জিন জানান ব্যান্ড নিয়েই বেশি ব্যস্ত ছিলেন তিনি।

এ প্রসঙ্গে বিলবোর্ডকে জিন বলেন, “সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগে, আমি মূলত ব্যান্ডের কাজেই বেশি করে মনোযোগ দিয়েছিলাম। কারণ আমি মনে করেছিলাম, একক অ্যালবামের সময় এখনও আসেনি। কিন্তু একটা পর্যায়ে মনে হলো, নিজের ব্যক্তিগত অনুভূতি শুভাকাঙ্খিদের সঙ্গে ভাগ করে নেওয়ার এখনই সময়। আশাকরি অ্যালবামটি সবাই উপভোগ করবে।”

জিন প্রকাশিত প্রথম একক অ্যালবামের নাম ‘হ্যাপি’। এর আগে অবশ্য বেশ কিছু একক গান তিনি প্রকাশ করেছেন।

২০২১ সালের ডিসেম্বরে তিনি তার একক গান ‘সুপার টুনা’ প্রকাশ করেন। তবে গানটির সম্পূর্ণ সংস্করণ সম্প্রতী প্রকাশিত হয়েছে।

২০২২ সালে সেনাবাহিনীতে নাম লেখানোর আগে, জনপ্রিয় রক ব্যান্ড কোল্ডপ্লের সঙ্গে যৌথভাবে জিন প্রকাশ করেন ‘দ্য অ্যাস্ট্রনাট’। আর তার জনপ্রিয় একক ‘সুপার টুনা’ গানটির নতুন আরেকটি সংস্করণ প্রকাশিত হয় ২০২৪ সালের অক্টোবরে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত