বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর ১৩ আগস্ট ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমানকে চাকরি থেকে অবসর দেওয়া হয়। এবার বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদকের পদ থেকেও তাকে অপসারণ করল অন্তবর্তী সরকার।
জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের ওপর অর্পিত ক্ষমতাবলে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক হাবিবুর রহমানকে অপসারণ করা হলো।
২০১৬ সালে প্রথমে অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় হাবিবুর রহমানকে। এরপর ২০২০ সালে নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক হয়েছিলেন তিনি। ওই কমিটি এরপর ২০২১ সালে প্রথমবার আয়োজন করে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি।