ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ মানেই দক্ষিণ আফ্রিকার দাপট। ব্যতিক্রম হলো না এবারও। প্রোভিডেন্সে দ্বিতীয় টেস্টে তিন দিনেই ক্যারিবীয়দের হারাল তারা। ৪০ রানের জয়ে দুই ম্যাচের সিরিজ নিশ্চিত করল ১-০’তে। বৃষ্টিতে ড্র হয়েছিল প্রথম ম্যাচটা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ নিয়ে টানা ১০ম টেস্ট সিরিজ জিতল প্রোটিয়ারা।
কেশব মহারাজ প্রথম ইনিংসে ২টি আর দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৩ উইকেট। তাতে করেছেন অনন্য কীর্তি। দক্ষিণ আফ্রিকার স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি ১৭১ টেস্ট উইকেট এখন তার। ভেঙেছেন হিউজ টাইফিল্ডের ১৭০ উইকেটের রেকর্ড।
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে গুটিয়ে গিয়েছিল ১৬০ রানে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ অলআউট ১৪০-এ। দ্বিতীয় ইনিংসে প্রোটিয়ারা করে ২৪৬। কাইল ভেরিয়েন ৫৯, এইডেন মারক্রাম ৫১ আর টনি ডি জর্জি করেন ৩৯। জেইডেন সিলস নেন ৬ উইকেট।
জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ২৬৩ রান। কিন্তু আশা জাগিয়েও তারা অলআউট ২২২ রানে। আট নম্বরে নেমে সবচেয়ে বেশি ৪৫ রান করেন গুড়াকেশ মোতি।
কাগিসো রাবাদা ও কেশব মহারাজ নেন ৩টি করে উইকেট। ৩০০ টেস্ট উইকেটের মাইলফলকে পা রাখতে আর ১ উইকেট দরকার রাবাদার।